X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এক বছরের মধ্যে শ্যামপুরের জলাবদ্ধতা নিরসন চায় ডিএসসিসি

রাশেদুল হাসান
০১ অক্টোবর ২০২২, ১৮:০০আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৩:৩১

রাজধানীর শ্যামপুরের শিল্পাঞ্চলে ডায়িং, গার্মেন্ট, আসবাবপত্র, খাদ্য প্রক্রিয়াকরণ, সিমেন্ট ও রি-রোলিংসহ বিভিন্ন ধরনের ৩৬০টি কারখানা রয়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত পথ না থাকায় এলাকার ভাঙাচোরা সড়কগুলো সব সময় কারখানার বর্জ্য আর নোংরা পানিতে ডুবে থাকে। তাই জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আর এক বছরের মধ্যে এখানে জলাবদ্ধতার নিরসন করতে চায় সংস্থাটি।

ডিএসসিসির তথ্য অনুযায়ী, শিল্পাঞ্চলের ভেতরে প্রায় ২৬টি অংশের মধ্যে জলাবদ্ধতা হয় ৫৮ ও ৫৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন শ্যামপুর শিল্পাঞ্চল ১ ও ২-এ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, এলাকাটির অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এটিকে এক বছরের মধ্যেই জলাবদ্ধতামুক্ত করতে চায় ডিএসসিসি। এ লক্ষ্যে তারা শিল্প এলাকায় নর্দমাসহ ২০টি সড়ক নির্মাণের কাজ করছে। এছাড়া শিল্পের ব্যবহৃত পানি শোধন করে বুড়িগঙ্গা নদীতে ফেলার জন্য তিনটি নির্গমন মুখ তৈরি করছে তারা। এতে ব্যয় হবে ১৩৬ কোটি। শ্যামপুর শিল্পাঞ্চলে জলাবদ্ধতা

প্রকৌশলীরা জানিয়েছেন, দক্ষিণ সিটি করপোরেশন ইতোমধ্যে সড়ক, নর্দমা ও বুড়িগঙ্গায় নর্দমার পানি বহির্গমন নালা নির্মাণকাজ শুরু করেছে এবং আগামী বছরের মার্চের মধ্যে এ কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ বলেন, ‘আমরা শ্যামপুর শিল্পাঞ্চল এলাকায় ৯ দশমিক ৩৫ কিলোমিটার রাস্তা ও ১৯ দশমিক ৬ কিলোমিটার নর্দমা নির্মাণ করবো। নর্দমার ওপরে মানুষের হাঁটার পথও থাকবে।’ শ্যামপুর শিল্পাঞ্চলে জলাবদ্ধতা

তিনি জানান, সড়কগুলো ৩০ থেকে ৬০ ফুট প্রশস্ত হবে, যা শিল্প বরাদ্দ করার সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চিহ্নিত করে দিয়েছিল। আর পানি নিষ্কাশনের নর্দমাগুলো ৩ থেকে ৫ ফুট চওড়া হবে। ইগলু পয়েন্ট, দোলেশ্বর ঘাট ও মালিক সমিতির অফিস-সংলগ্ন এলাকায় বুড়িগঙ্গায় তিনটি বহির্গমন সংযোগ তৈরি করা হয়েছে।

এই প্রকৌশলী বলেন, ‘আমাদের কাজ করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। যেমন কাজ করার সময় কারখানাগুলো খোলা থাকে। কারখানার মালিকরা আবেদন করেছেন, তারা যাতে কারখানা খোলা রাখতে পারেন। এগুলো কাজের ক্ষেত্রে বড় সমস্যা।’

শিল্পের তরল বর্জ্য যাতে শোধন করা ছাড়া পানি নিষ্কাশন নালার মাধ্যমে বুড়িগঙ্গায় ফেলা না হয়, সেই আহ্বান জানান প্রধান প্রকৌশলী। শ্যামপুর শিল্পাঞ্চলে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএসসিসি

ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা অনেক বড় নর্দমা এখানে স্থাপন করেছি। প্রায় সাত ফুটের মতো এটার ব্যাসার্ধ। আমাদের প্রধান প্রকৌশলী এর ভেতর দিয়ে হেঁটে গিয়ে পরীক্ষা করেছেন।’

কলকারখানার মালিকদের হুঁশিয়ার করে মেয়র বলেন, ‘মালিকদের নিশ্চিত করতে হবে যাতে এখানে শুধু স্বচ্ছ পানি আসে। কোনও রকম কলকারখানার বর্জ্য, দূষিত পানি যেন এই নর্দমায় না দেওয়া হয়। কারণ, এটা দিলে বুড়িগঙ্গার পানি দূষিত হওয়ার আশঙ্কা রয়ে যায়। তাই আমি সবাইকে অনুরোধ করবো, যাতে আমরা অবকাঠামো যেটা নির্মাণ করেছি, সেটাকে যেন কোনোভাবেই অপব্যবহার করা না হয়। কোনোভাবেই যেন কলকারখানার দূষিত পানি না দেওয়া হয়। এ রকম যদি হয়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেবো এবং সেসব কলকারখানা বন্ধ করতে বাধ্য হবো।’

/এনএআর/এফএস/
সম্পর্কিত
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা