X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাহাদুর শাহ পার্কে রেস্তোরাঁ: প্রতিবাদে স্থানীয়দের কালো পতাকা মিছিল

জবি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ১৮:৪৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৮:৪৫

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে রেস্তোরাঁ নির্মাণের প্রতিবাদে সমাবেশ ও কালো পতাকা মিছিল করেছে পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ। দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপস পার্ক পরিদর্শনে আসায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচি নিলেও তা পুলিশি বাধায় পণ্ড হয়। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল করে সংগঠনটি।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল থেকে মেয়রের আগমনের খবরে কালো পতাকা হাতে পার্ক এলাকায় অবস্থান করেন স্থানীয়রা। পরে দুপুর ১২টা নাগাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি কালো পতাকা মিছিল নিয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে কবি নজরুল কলেজের ফটকে আসলে পুলিশ মিছিলে বাধা দেয় এবং সাথে থাকা ব্যানার ছিনিয়ে নেয় বলা অভিযোগ করেন প্রতিবাদকারীরা।

এর কিছু সময় পর মেয়র পার্ক এলাকা পরিদর্শন ও স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে চলে যান। পার্কে নির্মাণ করা খাবার দোকান

এ বিষয়ে পার্ক সংরক্ষণ সংগ্রাম পরিষদের সদস্য সচিব আক্তারুজ্জামান খান বলেন,  বাহাদুর শাহ পার্কে রেস্তোরাঁ নির্মাণ করে চুলা জ্বালিয়ে প্রাণ, প্রকৃতি, পরিবেশ ও শহীদ বেদির মর্যাদাহানি করা হচ্ছে। এ পার্ক সংলগ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও লক্ষাধিক ছাত্রছাত্রীসহ এলাকার জনগণের শরীর চর্চা ও সাংস্কৃতিক কার্যক্রমের একমাত্র স্থান। আমাদের বারবার আশ্বস্ত করা হলেও এখানে খাবার দোকান বসানোর কাজ চলছে। আজ আমাদের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে, ব্যানার কেড়ে নেওয়া হয়েছে।' বাহাদুর শাহ পার্কে রেস্তোরাঁ: প্রতিবাদে স্থানীয়দের কালো পতাকা মিছিল

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, 'পার্কটা আমাদের একটা সামাজিক কেন্দ্র। এখানে খাবার দোকান হলে হাঁটাহাঁটি, আড্ডা, ছোটোবাচ্চাদের খেলাধুলার পরিবেশ নষ্ট হবে। মেয়র আমাদের কথা শুনছেন না। আজ তাই মেয়রকে কালো পতাকা প্রদর্শন করতে চেয়েছিলাম। পুলিশ বাধা দিয়ে আমাদের ব্যানার কেড়ে নিয়েছে।'

বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে সূত্রাপুর থানার ওসি মাইনুল ইসলামকে মুঠোফোনে বারবার ফোন দেওয়া হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

/এমএস/
সম্পর্কিত
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সৎমাকে বঁটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ