X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঈদ উপলক্ষে শোরুমে বাড়লেও বিক্রি নেই ফুটপাতে

ওবাইদুর সাঈদ, ঢাকা কলেজ
৩১ মার্চ ২০২৩, ২১:০০আপডেট : ৩১ মার্চ ২০২৩, ২১:৩১

ঈদ উপলক্ষে সবসময় জমে ওঠে নিউমার্কেটের দোকানগুলো। এবারও তার ব্যতিক্রম নয়। কয়েক দিনের তুলনায় বেড়েছে ভিড়বাট্টা। ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদের। আজ শুক্রবার (৩১ মার্চ) ছুটির দিন হওয়ায় বেচাবিক্রি তুলনামূলক বেশি।

ঈদ উপলক্ষে জমে উঠেছে নিউমার্কেটের জুতার মার্কেট। দাম বেশি হলেও সাধারণ জুতার মধ্যে ব্র্যান্ডের জুতায় আগ্রহ ক্রেতাদের। গত বছরের তুলনায় ব্র্যান্ডের জুতায় ডিজাইন ভেদে দাম বেড়েছে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।

শুক্রবার (৩১ মার্চ) নিউমার্কেটের জুতার দোকানগুলোতে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় আজ ভিড় বেশি। জুতার শোরুমগুলোর কর্মীরা বেচাবিক্রিতে ব্যস্ত। ব্র্যান্ডের শোরুমগুলোয় ক্রেতাদের আনাগোনা বেশি। কেউ কেউ জুতা দেখছেন, আবার কেউ কিনতে ব্যস্ত।

ঈদ উপলক্ষে শোরুমে বাড়লেও বিক্রি নেই ফুটপাতে

নামি ব্রান্ড অ্যাপেক্স ফুটওয়্যারের শোরুমে গিয়ে দেখা যায়, ব্যস্ত বিক্রয়কর্মীরা। নারী-পুরুষ ভেদে আলাদাভাবে সাজানো হয়েছে জুতা।

ম্যানেজার মহিদুল ইসলাম বলেন, আজ ছুটির দিন হওয়ায় ক্রেতা বেশি। রমজানের শুরু দিকে বেচাকেনা কম ছিল, কিন্তু এখন বাড়ছে। দেশি জুতার তুলনায় চায়নাগুলোর চাহিদা বেশি। এগুলোর দামও বাড়তি ডলারের দামের কারণে।

তিনি বলেন, ছেলেদের তুলনায় মেয়ে ও শিশুদের জুতার বিক্রি বেশি। আমাদের পণ্যের দাম খুব একটা বাড়েনি। কিছু ব্র্যান্ডের দাম গতবারের মতোই রয়েছে। ঈদ উপলক্ষে প্রায় দুই হাজারের মতো নতুন ব্র্যান্ড এসেছে। জুতার গড় দাম ছেলে-মেয়ে ভেদে ভিন্ন।

ঈদ উপলক্ষে শোরুমে বাড়লেও বিক্রি নেই ফুটপাতে

শোরুমগুলোয় বেচাকেনা শুরু হলেও স্থানীয় দোকান ও ফুটপাতের চিত্র ভিন্ন। বেচাকেনা এখনও শুরু হয়নি বলে জানান বিক্রেতারা। নিউমার্কেটে ফুটওভারব্রিজের নিচেই অস্থায়ীভাবে বসেছে বেশ কয়েকটি জুতার দোকান। এখানে চটি থেকে সব ধরনের জুতা বিক্রি হয়।

এখানে কথা হয় ফারুক কাদিরের সঙ্গে। বলেন, আমাদের ঈদের বেচাকেনা এখনও শুরু হয়নি। অন্যবার পাঁচ-দশ রোজার মধ্যে বেচাকেনা শুরু হয়। কিন্তু এবার ভাঙা মাস হওয়ায় এখনও শুরু হয়নি। মানুষ সাধারণত অন্যান্য পোশাক কেনার পর জুতা কিনে থাকে। ডলারের দাম বাড়ায় এবার জুতার দাম বেড়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, যে জুতা গত বছর ছিল ২৫০ টাকা, এবার তা হয়েছে ৩৫০ টাকার মতো। এখন মাসের শেষ দিকে বেচাকেনা নেই। ৫ বা ৬ তারিখের দিকে ভালো বেচাকেনা হবে বলে আশা তার।

ঈদ উপলক্ষে শোরুমে বাড়লেও বিক্রি নেই ফুটপাতে

তবে দাম নিয়ে অসন্তোষ দেখা গেছে ক্রেতাদের মধ্যে।

রাজধানীর বসিলা থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মার্কেট করতে এসেছেন ফুয়াদ হাসান। তিনি জানান, ছোটখাটো একটা চাকরি করি। বেতন অল্প। অন্যান্য জিনিসের মতো জুতারও দাম বেশি। বাচ্চাদের দুই জোড়া জুতা কিনেছি ১ হাজার ৫০০ টাকা দিয়ে। নিজেদের জন্য কিনতে পারিনি। জুতার দাম সহনীয় হওয়া উচিত ছিল বলে জানান তিনি।

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সৎমাকে বঁটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ