X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঈদের কেনাকাটা জমতে শুরু করেছে মিরপুরে

আসাদ আবেদীন জয়
০৯ এপ্রিল ২০২৩, ১৮:২০আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৯:৫৩

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে জমতে শুরু করেছে ঈদের বাজার। নগরীর শপিং মলগুলো দিনের বেলা ফাঁকা থাকলেও ইফতারের পর থেকে মানুষের আনাগোনা বাড়ছে। ধীরে ধীরে জমতে শুরু করেছে কেনাকাটাও। রাজধানীর বৃহত্তম এলাকাগুলোর মধ্যে মিরপুর অন্যতম। এই এলাকার মার্কেটগুলোতেও দেখা গেছে একই দৃশ্য।

মিরপুর এলাকার শপিং মল ও মার্কেটের ব্যবসায়ীরা জানান, আরও কয়েকদিন গেলে ঈদের কেনাকটা জমে উঠবে। ভিড় হলেও এখন ক্রেতাদের মধ্যে কেনার চেয়ে দেখার আগ্রহ বেশি।

রাজধানীর মিরপুরে রয়েছে বেশ কিছু শপিং মল। এগুলোর মধ্যে আছে মিরপুর শপিং সেন্ট্রাল, মিরপুর নিউমার্কেট, মিরপুর বেনারসি পল্লী, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, বাগদাদ শপিং কমপ্লেক্স, শাহ আলী প্লাজা, মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স, মোহাম্মদিয়া মার্কেট। এছাড়াও আড়ং, কিউরিয়াস, ইয়োলো, লা রিভ, ফ্রিল্যান্ড, অঞ্জনস, আর্টিসান, সেইলর, টুয়েলভ, জেন্টেল পার্ক, ইনফিনিটির মতো নামিদামি ব্র্যান্ডগুলোও রয়েছে।

স্বল্প আয়ের মানুষের জন্য সাধ্যের মধ্যে কেনাকাটার ব্যবস্থাও রয়েছে মিরপুরে। এরমধ্যে অন্যতম মিরপুর-১০ নম্বরে রাস্তার পাশে গড়ে উঠা ‘হোপ মার্কেট’। এখানে স্বল্প আয়ের মানুষ সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারেন। এছাড়াও রয়েছে মিরপুর-১১ নম্বরের নান্নু মার্কেট, মোহাম্মদিয়া মার্কেট।

ঈদের কেনাকাটা জমতে শুরু করেছে মিরপুরে

শনিবার (৮ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে মিরপুরের মার্কেটগুলোতে ক্রেতাদের আনাগোনা বাড়ছে। তবে কিনছেন কম। দোকানিরা মনে করছেন, বেতন-বোনাস পাওয়া মাত্র ঈদবাজার আরও জমে উঠবে।

মিরপুর-১ এর কিউরিয়াস শোরুমের ইনচার্জ মো. জুবায়ের হোসেন বলেন, ‘আমাদের ঈদ কালেকশন ঈদের আগে থেকেই আনা হয়েছে। আর এখন স্পেশাল কিছু প্রোডাক্ট আসছে। যেমন- পাঞ্জাবি, সালোয়ার-কামিজ। গত বছর থেকে এ বছর আমাদের সালোয়ার-কামিজের মান ও ডিজাইন আরও উন্নত করা হয়েছে। আমাদের স্পেশাল পাঞ্জাবি হলো এডামো। এগুলো স্পেশাল ডিজাইনার দিয়ে করা। এছাড়া আমাদের এখানে শার্ট, প্যান্ট, জামদানি শাড়ি, সিল্ক শাড়ি, সুতি শাড়ি এবং মসলিন শাড়ি আছে। এবার মসলিনের সালোয়ার কামিজ পাওয়া যাচ্ছে, যা গতবার ছিল না।’

ঈদের কেনাকাটার বিষয়ে তিনি বলেন, ‘সকাল থেকে তেমন ক্রেতা আসে না। সন্ধ্যা থেকে আস্তে আস্তে ক্রেতা বাড়তে থাকে। সামনে আরও বাড়বে।’

লা রিভ শো-রুমের মিরপুর-১ ব্রাঞ্চের ম্যানেজার সাদ্দাম হোসেন বলেন, ‘এখনও তেমনভাবে মানুষ কেনাকাটা করতে আসছে না। যা দেখছেন সেটা বরাবরের মতোই রেগুলার। অনেকে আবার আসছে ঘুরে দেখার জন্য। তবে কয়েকদিন পর ক্রেতা বাড়বে বলে মনে হচ্ছে।’

ঈদের কেনাকাটা জমতে শুরু করেছে মিরপুরে

মিরপুর-২ এর অঞ্জন শো-রুমের বিক্রেতা মোহাম্মদ মঈন খান বলেন, ‘এখনও তেমন ঈদের আমেজ আসেনি। তবে এখন যারা কেনাকাটা করছেন তারাই ভালো করছেন। কারণ পরে যারা কিনতে আসেন তারা ঠিকমতো সাইজ পান না, এটা একটা সমস্যা।’

মিরপুর শপিং সেন্টারে রওজা ফ্যাশনের বিক্রেতা মোহাম্মদ জিহাদ বলেন, ‘ঈদের কিছুটা আমেজ পাওয়া যাচ্ছে তিন-চার দিন ধরে। আমাদের বেচা-বিক্রি আগের থেকে বেড়েছে। মার্কেটেও জমজমাট হচ্ছে।’

ক্রেতাদের সঙ্গে কথা বলে পাওয়া গেলো ভিন্ন তথ্য। নারী ক্রেতাদের অনেকেই ঈদের জামাকাপড় দেখতে বেরুলেও তারা কিনবেন আরও পরে। এই কয়দিন চলবে দেখাশোনা। মার্কেটে নতুন কোনও পোশাক আসছে কিনা, নতুন ডিজাইন আসছে কিনা– এসব আগে নিশ্চিত হতে চাইছেন অনেক ক্রেতা।

মিরপুর ২ নম্বরে বন্ধুদের সঙ্গে আসা তামান্না বলেন, ‘বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি। প্রতিদিনই নতুন নতুন ড্রেস আসে, সেগুলো দেখে যাচ্ছি। কিনবো কিছুদিন পর।’

ঈদের কেনাকাটা জমতে শুরু করেছে মিরপুরে

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উম্মে রুবা বলেন, ‘ক্লাস শেষ করে বাসায় ফিরছিলাম। যাওয়ার সময় একটু শো-রুমে ঘুরতে এলাম। পরে এসে কিনবো।’

অনেকে আবার অল্প অল্প করে ঈদের জামাকাপড় কিনছেন। মিরপুর-১০ নম্বরের দিকে এসেছিলেন তরুণ আরিফ হোসেন। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘সময় পেলেই অল্প অল্প করে কিনে রাখছি। পরিবারের সবার জন্যই কিনছি। শেষের দিকে মার্কেটে ভিড় বেশি হয়।’

মিরপুর শপিং কমপ্লেক্সে কেনাকাটা করতে আসা ফারজানা ইসলাম বলেন, ‘এই শপিং মলটি তুলনামূলক অন্য মার্কেটের থেকে নতুন। এখানে ঘর সাজানো জিনিস থেকে শুরু মোটামুটি সব কিছুই পাওয়া যায়। দামও তুলনামূলক সাধ্যের মধ্যে। আমি এসেছিলাম শাড়ি কিনতে। এখনও কিনতে পারিনি।’

/এসটিএস/আরকে/আরআইজে/
সম্পর্কিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
সর্বশেষ খবর
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড