X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রচণ্ড গরম উপেক্ষা করেই নববর্ষ বরণ

কবির হোসেন
১৪ এপ্রিল ২০২৩, ১৭:৫৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৭:৫৭

একদিকে প্রচণ্ড রোদের তাপ, অন্যদিকে নতুন বছরকে বরণ করে নেওয়ার আনন্দ। এই দুই নিয়েই চলছে আজ (১৪ এপ্রিল) নববর্ষ বরণ উৎসব (১৪৩০)। প্রচণ্ড গরম উপেক্ষা করে সকাল থেকে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন নতুন বছরকে বরণ করে নিতে। অনেকে অতিরিক্ত গরম সহ্য করতে না পারে অসুস্থ হয়ে পড়ছেন। তারপরও সবাই মিলে গানে, নাচে, কবিতায় ও গল্পে বরণ করে নিচ্ছেন নববর্ষকে।

শুক্রবার দুপুর থেকে বিকাল পর্যন্ত রাজধানীর ধানমন্ডি লেক, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, চারুকলা অনুষদ, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক ঘুরে এমনই দৃশ্য চোখে পড়ে।

আবির দেবনাথ ও স্নিগ্ধা দুইজনই সম্প্রতি বিয়ে করেছেন। লাল পাঞ্জবি আর বিভিন্ন আলপনা আঁকা বাঙালিয়ানা রঙের শাড়ি পরা দুই দম্পতি প্রচণ্ড উত্তাপের মধ্যে চারুকলার ফুটপাত দিয়ে হাঁটছিলেন। টিএসসির সামনে এগিয়েই হাতের বাম পাশে সোহরাওয়ার্দী উদ্যানের গেট। প্রবেশ করেই উন্মুক্ত লাইব্রেরির ছায়া ঘেরা বট গাছের নিচে বসে পড়েন তারা। তীব্র দাবদাহ থেকে রেহাই পেতে তালপাতার পাখা দিয়ে বাতাস করার চেষ্টা করেন।

এ দম্পতির একজন আবির দেবনাথ বলেন, ‘যখন বুয়েটে পড়তাম এ সময়টায় তখন কত আনন্দ করেছি। এখন সব কিছু যেন কেমন হয়ে যাচ্ছে। সেই আনন্দটুকু পাই না। লোকজনেরও আনাগোনা কম। একেবারে নেই বলে চলে। প্রচণ্ড গরমে কোথাও বসতে ইচ্ছে করছে না। অনেকক্ষণ হেঁটে এই বট গাছের নিচে এসে বসলাম।’

স্নিগ্ধার মতে বৈশাখকে ঘিরে আগেই থেকে বিভিন্ন মার্কেটে বৈশাখী কালেকশন, পথে পথে আলপনা দেখা যেতো। এবার এর কোনও কিছুই তার চোখে পড়েনি। এছাড়া গরমের কারণে লোকজন বাসা থেকে তেমন বের হননি। নানান কারণে বৈশাখী অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছু সংকুচিত হয়ে পড়েছে বলে মনে করে তিনি। তবুও তাদের আনন্দের কমতি নেই। ফটো সেশন, একসঙ্গে আইসক্রিম খাওয়া, উদ্যানে হেঁটে হেঁটে গল্প করা, এভাবে বৈশাখকে বরণ করে নিচ্ছেন তারা।

প্রচণ্ড গরম উপেক্ষা করেই নববর্ষ বরণ

সুরেজ, তুষার, সুমিত, চন্দন চার তরুণ বন্ধু সকালেই বেরিয়েছেন বৈশাখকে বরণ করে নিতে। মাথার হলুদ রঙের ব্যানার আর গায়ে সাদা রঙের পাঞ্জবি। সবাই একই সাজে সেজেছেন। তারা হাঁটছেন পথে-প্রান্তরে। তাদের কেউ বৈশাখের গান তুলছেন, গাইছেন-নাচছেন। এভাবে রমনা হয়ে সোহরাওয়ার্দী উদ্যান তারপর টিএসসি এসে তৃষ্ণা মেটাতে একইসঙ্গে শরবতের দোকানে ভিড় করেন। শরবতের গ্লাসে একটু চুমুক দিয়ে তুষার বলেন, 'গরমে গলা শুকিয়ে গেছে। তাই শরবত খাচ্ছি। সকাল থেকে আমরা ঘুরছি। রোদটা একটু কমলে ছায়া পড়লে বিকালে হাতিরঝিল ঘুরতে যাবো। আমরা রাত পর্যন্ত ঘুরবো, তারপর বাসায় ফিরবো।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী কাজী নেছার উদ্দিন ও তুনিমা। নবর্ষকে বরণ করে নিতে তাদেরও উচ্ছ্বাসের কমতি নেই। সকাল থেকে রাজধানীর কয়েকটি বিনোদন পয়েন্ট ঘুরে দুপুর গড়িয়ে হাজির হয়েছেন রমনা পার্কে। নেছার উদ্দিন বলেন, ‘পহেলা বৈশাখ হলো বাঙালি জাতির আবেগ। যতই প্রতিকূলতা থাকুক না কেন এ দিনটিতে বাঙালিরা ঘরে বসে থাকতে পারে না। আজকে সর্বোচ্চ গরম পড়েছে। গরমে হাঁটা যাচ্ছে না। তারপরও এই গরম উপেক্ষা করে আমরা ঘর থেকে বের হয়েছি বৈশাখের আনন্দকে ভাগাভাগি করে নিতে।’

চৈত্রের শেষে তাপপ্রবাহে পুড়ছে পুরো দেশ। গেল কয়েক দিন ধরে ক্রমেই যেন বাড়ছে তাপমাত্রা। বৈশাখের প্রথম দিনে ঘর থেকে বের হওয়া লোকজন গরমে নাজেহাল। কেউ কেউ এ গরমে অসুস্থও হচ্ছেন। এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা। হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, হালকা মাথাব্যথা, মাথা ঘোরা এসব উপসর্গ নিয়ে লোকজন হাসপাতালে ভিড় করছেন।

এ প্রসঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ক্যাজুয়ালটির চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রচণ্ড গরমে অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে আসছে। তবে সেভাবে এখনও হিট এটাকের রোগীর সংখ্যা বাড়েনি। এমন পরিস্থিতি অপ্রয়োজনে বাইরে না যাওয়াই ভালো। এমন উপসর্গ দেখা দিলে পর্যাপ্ত বাতাস আছে এমন ঠাণ্ডা ও ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে। প্রচুর পানি পান করতে হবে।’

/আরআইজে/
সম্পর্কিত
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
পহেলা বৈশাখের নির্দেশনা উপেক্ষা উদীচীর: যা বলছে ডিএমপি
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ