X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

দুই সিটির বর্জ্য অপসারণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৩, ১৫:০১আপডেট : ২৯ জুন ২০২৩, ১৫:২১

দ্রুত সময়ের মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করতে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর ২টা থেকে এ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর আগে সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা সিটির সব বর্জ্য অপসারণ করা হবে বলে আশ্বাস দেন দুই সিটির মেয়ররা।

ডিএসসিসি ও ডিএনসিসি জানিয়েছে, দ্রুত বর্জ্য অপসারণের জন্য তারা প্রায় ২০ হাজার কর্মী প্রস্তুত রেখেছে। এর মধ্যে ডিএসসিসি দুপুর ২টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা এবং ডিএনসিসি ৮ ঘণ্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে বলে জানিয়েছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে, পরিচ্ছন্নতাকর্মীরা নির্ধারিত পলিব্যাগ ব্যবহার করে ট্রলি এবং পিকআপে করে বর্জ্য নিয়ে যাচ্ছেন। এ ছাড়া বর্জ্য অপসারণের পর ওইসব জায়গায় ব্লিচিং পাউডার এবং স্যাভলন ছিটিয়ে দিচ্ছেন। আজিমপুরে ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণকর্মী নয়ন জানান, সন্ধ্যার মধ্যেই ওয়ার্ডের সব ময়লা অপসারণের জন্য কাজ করছেন তারা। তেজতুরি বাজার এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী শাকিল জানান, দৃশ্যমান বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশন থেকে তাদেরকে সন্ধ্যা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর সিটি করপোরেশনের পক্ষ থেকে কীটনাশক ও স্যাভলন ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার সকালে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বর্জ্য অপসারণের জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ, নির্ধারিত সময়ের মধ্যেই  সব বর্জ্য অপসারণ করতে পারবো। গতবারও যেভাবে আমরা সফল হয়েছি, এবার তার আগেই আমরা ঢাকাবাসীকে সুফল দিতে পারবো।’

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা কত তাড়াতাড়ি বর্জ্যগুলো সরাতে পারবো, তা নির্ভর করবে এলাকাবাসীর ওপর। এলাকাবাসী যত্রতত্র যেন ময়লাগুলো না ফেলে রাখে। আমরা প্রত্যেককেই বায়োডিগ্রেবল পলিথিন দিয়েছি। আমি অনুরোধ করবো, প্রত্যেকেই যেন নিজ নিজ ময়লা নির্ধারিত স্থানে নিয়ে ফেলে। আমাদের প্রায় ১১ হাজার কর্মী কাজ করেছেন।’

 

ছবি: নাসিরুল ইসলাম

 

/এএইচএ/এপিএইচ/
সম্পর্কিত
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কিডনি ও মানবপাচারের তথ্য এখনও মেলেনি: ডিবি
শেখ হাসিনার বিজ্ঞানমনস্ক হওয়ার পেছনে ড. ওয়াজেদ মিয়ার বড় ভূমিকা ছিল: পররাষ্ট্রমন্ত্রী
চকচকে চাল খাওয়া বন্ধ করলে দাম কমবে: খাদ্যমন্ত্রী
সর্বশেষ খবর
সালমানের সঙ্গী হলেন রাশমিকা
সালমানের সঙ্গী হলেন রাশমিকা
রেডি-টু-কুক ফিশের বাজার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
রেডি-টু-কুক ফিশের বাজার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া নিয়ে যা বললেন পুতিন
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া নিয়ে যা বললেন পুতিন
আ.লীগ পাশের দেশকে খুশি করতে রাজনীতি করে: গয়েশ্বর
আ.লীগ পাশের দেশকে খুশি করতে রাজনীতি করে: গয়েশ্বর
সর্বাধিক পঠিত
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার