রাজধানীর ওয়ারী থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোট ও তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওয়ারী থানাধীন আর কে মিশন রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির উত্তরা বিভাগের একটি দল।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. সাইদুর রহমান (৩২) ও মো. মেহেদী হাসান (২৫)।
ডিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আর কে মিশন রোডের ৮ নম্বর গলির এক ভবনের ছয় তলায় চক্রটির অবস্থানের তথ্য পাওয়া যায়। অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়, তবে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল নোট (১০০০ ও ৫০০ টাকার নোট), ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট, একটি সিপিইউ ও মনিটর, প্রিন্টারের ৮টি কালির কৌটা, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা), দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ডিবি পুলিশকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। আসন্ন ঈদকে সামনে রেখে তারা বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোট ও সরঞ্জাম উদ্ধার হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে চক্রটি এসব নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল।’