X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

রাজধানীতে জাল নোট তৈরি চক্রের ২ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২৫, ১৫:৫১আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৫:৫১

রাজধানীর ওয়ারী থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোট ও তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওয়ারী থানাধীন আর কে মিশন রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির উত্তরা বিভাগের একটি দল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. সাইদুর রহমান (৩২) ও মো. মেহেদী হাসান (২৫)। 

ডিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আর কে মিশন রোডের ৮ নম্বর গলির এক ভবনের ছয় তলায় চক্রটির অবস্থানের তথ্য পাওয়া যায়। অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়, তবে দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

এসময় তাদের কাছ থেকে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল নোট (১০০০ ও ৫০০ টাকার নোট), ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট, একটি সিপিইউ ও মনিটর, প্রিন্টারের ৮টি কালির কৌটা, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা), দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ডিবি পুলিশকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। আসন্ন ঈদকে সামনে রেখে তারা বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি জাল নোট ও সরঞ্জাম উদ্ধার হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে চক্রটি এসব নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল।’

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির
রাজধানীতে আ.লীগের সাবেক এমপিসহ গ্রেফতার ৭
যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু