X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল বর্জ্য নিষ্কাশনে ছয় দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি 
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৯

মেডিক্যাল বর্জ্য নিষ্কাশনে ‘মেডিক্যাল বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণ) বিধিমালা-২০০৮’ সংশোধনসহ ছয়টি দাবিতে মানববন্ধন করেছে ১৪টি পরিবেশবাদী সংগঠন। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) উদ্যোগে 'মেডিক্যাল বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা চাই' শীর্ষক মানববন্ধনে সংগঠনগুলোর নেতৃবৃন্দ এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগীয়, জেলা ও উপজেলা শহর পৌরসভায় মেডিক্যাল বর্জ্য একটি বড় সমস্যা যা পরিবেশ ও জনস্বাস্থের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। করোনাকালে এই সমস্যা আরও প্রকটভাবে দৃশ্যমান। ঢাকার বিভিন্ন হাসপাতালের বর্জ্য রাজধানীর চারপাশের নদীসহ হাসপাতালের সামনের খোলা নর্দমায় ফেলা হচ্ছে। রাজধানীর মেডিক্যাল বর্জ্যের ব্যবস্থাপনা থেকেই সারাদেশের অবস্থা সহজেই অনুমেয়।

উদাহরণ টেনে মানবন্ধন থেকে বলা হয়, ‘প্রিজম নামের একটি প্রতিষ্ঠান ঢাকায় ১২০০টি হাসপাতালের সাথে চুক্তিবদ্ধ। প্রতিষ্ঠানটি করোনার আগে প্রতিদিন ১৪ টন বর্জ্য সংগ্রহ করতো। গড়ে প্রতিটি হাসপাতাল থেকে ১১ দশমিক ৭ কেজি। বর্তমানে তারা প্রতিদি ৭-৮ টন বর্জ্য সংগ্রহ করছে। হাসপাতালগুলো যে তাদের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করছে না এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। 

বক্তারা আরও বলেন, ‘পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আওতায় মেডিক্যল বর্জ্যা (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণ) বিধিমালা ২০০৮ বেশির ভাগ ক্ষেত্রেই মানা হচ্ছে না। পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষের স্ব-স্ব ক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলা, গাফিলতি ও তদারকির অভাবের অন্যতম কারণ। হাসপাতাল কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে উৎসে বর্জ্য পৃথকীকরণ হচ্ছে না। যদিও মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ও ক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮ অনুযায়ী পৃথকীকরণ বাধ্যতামূলক। এছাড়াও হাসপাতালে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের চিকিৎসা বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার ক্ষেত্রে পর্যাপ্ত জ্ঞানের অভাব রয়েছে।

এসময় তারা মেডিক্যাল বর্জ্য নিষ্কাশন সুষ্ঠুভাবে করার জন্য ছয়টি দাবি উল্লেখ উত্থাপন করেন। 

তাদের দাবিগুলো হলো-
১. চিকিৎসা বর্জ্যকে অবশ্যই জনস্বাস্থ্যসহ পরিবেশ বিপর্যয়ের একটি বড় কারণ হিসাবে চিহ্নিত করা, 
২. মেডিক্যাল বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা-২০০৮ কঠোরভাবে বাস্তবায়ন করা
৩. স্বাস্থ্যশিক্ষার সব শাখায় বিশেষ করে এমবিবিএস, নার্স এবং মিডওয়াইফ কারিকুলামে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি অন্তর্ভুক্ত করা
৪. চিকিৎসা বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে হাসপাতালে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের নিয়মিতভাবে প্রশিক্ষণ দেওয়া
৫. স্বাস্থ্য বাজেটে মেডিক্যাল বর্জ্যের নিরাপদ নিষ্কাশনের জন্য অর্থ বরাদ্দ রাখা রাখা।
৬. পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, হাসাপাতাল কর্তৃপক্ষ এবং সিটি করপোরেশন ও পৌরসভাসহ সংশ্লিষ্ট সম্পৃক্ত করে এবং
৭. জনস্বাস্থ্যসহ পরিবেশ বিপর্যয়কে গুরুত্ব দিয়ে মেডিক্যাল বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণ) বিধিমালা-২০০৮ সংশোধন করা।

মানববন্ধনে পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রাম বাংলা উন্নয়ন কমিটির একেএম মাকসুদ, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সহ-সভাপতি অলিভা পারবীন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক, ঢাকা যুব ফাউন্ডেশনের মুখপাত্র মো. ইমরান হোসাইন প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের প্রতিবাদবিরোধ উপাচার্যের সঙ্গে শিক্ষকদের: আমরা কেন হল ছাড়বো, প্রশ্ন শিক্ষার্থীদের
ধর্ষণের পর শিশুকে হত্যা, জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
সর্বশেষ খবর
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
নিলামে উঠছে ম্যারাডোনার গোল্ডেন বল
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
ভরিতে সোনার দাম বাড়লো ৪৫০০ টাকা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট