X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারী বৃষ্টির শঙ্কা থাকলেও বন্যা পরিস্থিতি ভালোর দিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২২, ১৮:০০আপডেট : ২৮ জুন ২০২২, ১৮:০০

আগামী ২৪ ঘণ্টার মধ্যে উজানে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে কারণে দেশের অল্প কিছু এলাকার বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তবে বেশিরভাগ অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। এদিকে আজ মঙ্গলবার (২৮ জুন) দেশের ৫ জেলার ৫ নদীর ৬ পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে আছে। গতকাল ৬ নদীর ৭ পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে ছিল।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমী বায়ু বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, তিস্তা ছাড়া দেশের সকল প্রধান নদ-নদীগুলোর পানি কমছে যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায়, বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের (জলপাইগুড়ি, সিকিম) বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে ওই সময়ে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদী যেমন তিস্তা, আপার আত্রাই, ধরলা, দুধকুমার, আপার করতোয়া, টাঙ্গন, পুনর্ভবা ও কুলিখ নদীর পানি সময় বিশেষে দ্রুত বাড়তে পারে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপরে অথবা কাছাকাছি অবস্থান করতে পারে। ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

কেন্দ্র জানায়, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি ৭২ থেকে কমে ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। কুশিয়ারার অমলশীদ পয়েন্টের পানি ১১৫ থেকে বেড়ে ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। শেওলা পয়েন্টের পানি ৫৪ থেকে কমে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এদিকে বাউলাই নদীর খালিয়াজুড়ি পয়েন্টের পানি বিপৎসীমার নিচে নেমেছে। পুরাতন সুরমার দেরাই পয়েন্টের পানি ১৭ থেকে ১০, সোমেশ্বরীর কলমাকান্দা পয়েন্টের পানি ৩২ থেকে ২২ এবং তিতাসের ব্রাহ্মণবাড়িয়া পয়েন্টের পানি ২০ থেকে কমে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। 

বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের ছাতকে সর্বোচ্চ ১৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া পঞ্চগড়ে ৯৬, সুনামগঞ্জের লরেরগড়ে ১১০ এবং নেত্রকোনার জারিয়াজঞ্জাইল পয়েন্টে ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে ভারতে গতকালের তুলনায় আজ বৃষ্টি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে অরুণাচলের পাসিঘাটে ২১১, জলপাইগুড়িতে ২০৮, চেরাপুঞ্জিতে ২০০ এবং গ্যাংটকে ১২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

/এসএনএস/এফএ/
সম্পর্কিত
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি