X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ

কুড়িগ্রাম প্রতিনিধি 
২৫ এপ্রিল ২০২৪, ২০:৩৭আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২০:৩৭

টানা তাপপ্রবাহে অসহনীয় অবস্থা দেখা দিয়েছে দেশজুড়ে। তবে দেশের অন্য জেলার তুলনায় কুড়িগ্রামের মানুষজন খানিকটা স্বস্তিতে আছেন। তবু গরম থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য বিভিন্ন উপজেলায় নামাজ পড়ে দোয়া করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী, ভূরুঙ্গামারী, চিলমারী, চর রাজিবপুর ও রৌমারী উপজেলায় খোলা মাঠে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে, এপ্রিল মাসে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার।

স্থানীয় সূত্র জানায়, দেশের অন্যান্য স্থানের মতো কুড়িগ্রামেও দিনের বেলায় রোদের প্রখরতা ও টানা খরায় চারপাশে অসহনীয় অবস্থা বিরাজ করছে। দিনভর খরতাপ থাকলেও রাতে তাপমাত্রা কমে গিয়ে অনেকটা স্বস্তি পাচ্ছেন মানুষজন। বাতাসের মৃদু প্রবাহ থাকায় এবং নদ-নদীবেষ্টিত হওয়ায় জেলায় এখনও মধ্যরাতের পর কাঁথা মুড়িয়ে থাকতে হয়। তবে অনাবৃষ্টিতে জেলার ফসলি জমিতে অতিরিক্ত সেচ দিচ্ছেন কৃষকরা।

দেশজুড়ে তাপপ্রবাহ ও অনাবৃষ্টিতে মানুষসহ বিভিন্ন প্রাণী ও ফসলাদি রক্ষায় বৃষ্টি কামনায় জেলার বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয়রা। ফুলবাড়ী উপজেলার মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার তিন শতাধিক মুসল্লি বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করেন। এরপর বিশেষ  মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কাছারি মাঠ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। মোনাজাতে বৃষ্টি চেয়ে চোখের পানি ফেলে মহান সৃষ্টিকর্তার দরবারে আবেদন জানান তারা। একই উদ্দেশ্যে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী ঈদগাহ মাঠ ও কাশিপুর ইউনিয়নের গংগাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজ ও মোনাজাত করা হয়।

এছাড়া ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে, চিলমারী উপজেলার বালাবাড়ী হাট ঈদগাহ মাঠে, চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়ারচর দাখিল মাদ্রাসা মাঠে এবং রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর উচ্চ বিদ্যালয় মাঠে শত শত মুসল্লির অংশগ্রহণে বৃষ্টি কামনা করে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আবহাওয়ার খবর জানতে চাইলে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল ৩টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস; যা গত এক সপ্তাহের মধ্যে জেলায় সর্বোচ্চ। একই দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এই আবহাওয়া পর্যবেক্ষক বলেন, ‘পূর্বাভাস অনুযায়ী এপ্রিলে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।’

 

/এএম/
সম্পর্কিত
কাকরাইলের রাস্তায় নামাজ পড়লেন ‘মার্চ ফর গাজা’য় অংশ নেওয়া মুসল্লিরা
জুমাতুল বিদায় সমৃদ্ধি ঐক্য মুক্তি কামনা
পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
১৫ মের পর দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন
১৫ মের পর দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন
রাজধানীতে দুই বাসের চাপায় হেলপার নিহত
রাজধানীতে দুই বাসের চাপায় হেলপার নিহত
অনুসন্ধানে পুলিৎজার জিতলো রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস পেল চারটি পুরস্কার
অনুসন্ধানে পুলিৎজার জিতলো রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস পেল চারটি পুরস্কার
ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে নামছে ইন্টার-বার্সা
ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে নামছে ইন্টার-বার্সা
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ