X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

‘সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ১৯:৫৬আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৯:৫৭

সরকার বন ও বন্যপ্রাণী রক্ষায় নানা প্রকল্প বাস্তবায়ন করছে। সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের আনাগোনা বেড়েছে। বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় সরকারকে আরও আন্তরিক হতে হবে। বাতিল করতে হবে বনবিনাশী সব প্রকল্প।

শনিবার (২৯ জুলাই) ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে সারা দেশের বিভিন্ন স্থানে বিশ্ব বাঘ দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।

বাগেরহাটের মোংলায় ‘বাঘ করি সংরক্ষণ; সমৃদ্ধ হবে সুন্দরবন’ শ্লোগানে বিশ্ব বাঘ দিবসের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়কারি সাংবাদিক নিখিল ভদ্র। উদ্বোধনী সমাবেশ পরিচালনা করেন পশুর রিভার ওয়াটারকিপার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রিয় নেতা মো. নূর আলম শেখ।

সমাবেশে দীপংকর দাশ বলেন, ‘সরকার বন ও বন্যপ্রাণী রক্ষায় নানা প্রকল্প বাস্তবায়ন করছে। সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের আনাগোনা বেড়েছে। হরিণও বৃদ্ধি পেয়েছে।’

শরীফ জামিল বলেন, ‘সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে। বাতিল করতে হবে বনবিনাশী প্রকল্প। বাঘ সুরক্ষায় গঠন করতে হবে মনিটরিং সেল।’

উদ্বোধনী সমাবেশ শেষে একটি র‍্যালি মোংলা শহর প্রদক্ষিণ করে। অন্যদিকে বিকাল ৩টায় সুন্দরবন সংলগ্ন মোংলার বৈদ্যমারি মাঠে বাঘ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ, লাঠিখেলা ও বাঘ উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় অংশগ্রহণ করেন টাইগার স্পোর্টিং ক্লাব বনাম সুন্দরবন স্পোর্টিং ক্লাব। লাঠিখেলা প্রদর্শন করেন ঐতিহ্যবাহী ছহির উদ্দিন লাঠিখেলা দল এবং বাঘ উদ্ধার মহড়ায় অংশগ্রহণ করেন ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা।

এছাড়াও ওয়াটারকিপার্স বাংলাদেশের উদ্যোগে কক্সবাজারের মহেশখালী, পটুয়াখালীর কলাপাড়া এবং বরগুনার আমতলীতে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
সুন্দরবনে সাঁতরে খাল পেরোলো বাঘ, ক্যামেরায় ধারণ করলেন পর্যটকরা
সুন্দরবনে তিন বাঘের লড়াই, দৃশ্য ধারণ করলেন পর্যটকরা
ভারতের সুন্দরবনে বাঘের সংখ্যা জানতে ১২০০ ক্যামেরা
সর্বশেষ খবর
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
মানুষ দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেও সরকার নীরব: রিজভী
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়া ঘোড়া’
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
পিএসএলের সব ম্যাচ রাওয়ালপিন্ডিতে করার পরিকল্পনা
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ