X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

দেশকে শব্দ দূষণমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করবো: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৪:২০আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৪:২৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আজ শুধু ঢাকা শহরে এক মিনিট শব্দ দূষণমুক্ত কর্মসূচি পালন করলাম। একদিন সারা দেশ শব্দ দূষণমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করবো।

রবিবার (১৫ অক্টোবর) শব্দ দূষণের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘এক মিনিট শব্দহীন’ কর্মসূচি পালন করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ সময় তিনি এসব কথা বলেন।

মো. শাহাব উদ্দিন বলেন, ‘আজ ঢাকা শহরে এক মিনিট শব্দ দূষণমুক্ত কর্মসূচি পালন করলাম। কিছু দিনের মধ্যে দেশব্যাপী এটা করবো। এক ঘণ্টা, পাঁচ ঘণ্টা, ১০ ঘণ্টা, একদিন এটিকে ২৪ ঘণ্টায় নিয়ে যাবো।’

তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করবো, বিষয়টি নিয়ে চিন্তা করে দেখেন, আপনার একটা হর্নের কারণে একজন মানুষের জীবনে যে কোনও ঘটনা ঘটে যেতে পারে। হার্ট অ্যাটাক হতে পারে, ছোট ছোট শিশুরা আক্রান্ত হতে পারে। হাইড্রোলিক হর্ন অবশ্যই বন্ধ করতে হবে।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে এ সংক্রান্ত বিধিমালা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বিধিমালা হালনাগাদ করা হবে।

বিধিমালা হালনাগাদ করে শব্দের মানমাত্রা পুনর্নির্ধারণ করে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘অ্যাম্বুলেন্স চালাতে হলে কত ডেসিবেলের সাইরেন তারা সড়কে বাজাতে পারবে, রোগী নেওয়ার সময় বাজাতে পারবে, কিন্তু রোগী না থাকলে পারবে কিনা– এ সব নির্দেশনা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘যারা মোটরসাইকেল চালাচ্ছেন, তাদের জন্য আলাদা মানমাত্রা থাকবে। কনসার্ট হবে, পাবলিক প্লেসে জনসমাগম হলে সেখানে কত মানমাত্রার শব্দ ব্যবহার করতে পারবেন তা বলে দেওয়া হবে। শাস্তি, জরিমানা, জেল সবাই থাকবে।’

শব্দ দূষণের বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সচিবালয় এলাকাসহ রাজধানীর ১১টি জায়গায় এ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে আরও ছিলেন– পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও স্কাউট সদস্যরা।

/এএজে/আরকে/
সম্পর্কিত
রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে শব্দদূষণ, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পরিবেশের সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা 
শব্দদূষণকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: পরিবেশ সচিব
সর্বশেষ খবর
সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, ২ কিশোর নিহত
সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, ২ কিশোর নিহত
পঞ্চগড় সীমান্তে ১১ জনকে পুশ ইন, পরে বিজিবির হাতে আটক
পঞ্চগড় সীমান্তে ১১ জনকে পুশ ইন, পরে বিজিবির হাতে আটক
গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘণ্টায় নিহত ১৪৬
গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘণ্টায় নিহত ১৪৬
নিউমুরিং টার্মিনাল বেসরকারি মালিকানায় না দিতে চিঠির পর বরখাস্ত, পরে প্রত্যাহার
নিউমুরিং টার্মিনাল বেসরকারি মালিকানায় না দিতে চিঠির পর বরখাস্ত, পরে প্রত্যাহার
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার