X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

‘জলবায়ুর পরিবর্তনে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৩, ১৭:১৩আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৭:১৩

জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। এর ফলে আমাদের মতো দেশগুলো খাদ্য নিরাপত্তা হুমকিতে আছে। কাজেই আমাদের কর্মসূচির মাধ্যমে আপনাদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানাই। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকার কামরাঙ্গীরচরে শেখ জামাল হাইস্কুলের সামনে এশিয়াব্যাপী আয়োজনের অংশ হিসেবে খাদ্য ও জলবায়ু ন্যায্যতার দাবিতে নাগরিক সমাবেশে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল এসব কথা বলেন।

এ সময় নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়। এশিয়া পিপলস্ মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্টের (এপিএমডিডি) আয়োজনে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে এ কর্মসূচিটি খাদ্য নিরাপত্তার বিষয়টিকে জোরদার, বৃহৎ বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কৃষি-খাদ্যকে একচেটিয়াকরণে ক্রমবর্ধমান প্রচেষ্টা ও জলবায়ু পরিবর্তনের ফলে এশিয়ার জনগণের ওপর বিরুপ প্রভাব তুলে ধরতে এশিয়ার ৮টি দেশে একযোগে আয়োজিত হয়েছে। বাংলাদেশে ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্রতী, সিপিআরডি, বনলতা নারী সংস্থা, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, ইকুইটি বিডি, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, গ্লোবাল ল' থিংকার্স সোসাইটি, নিরাপদ চিকিৎসা চাই ও সচেতন নাগরিক সমাজ যৌথভাবে এ প্রোগ্রামটির আয়োজন করেছে।

ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল আরও বলেন, ‘বর্তমানে অসময়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যা অনেক আগে থেকেই বিজ্ঞানিরা বলে আসছেন। এর কারণ হচ্ছে— জলবায়ু ইতোমধ্যেই অনেক পরিবর্তিত হয়েছে। সামনের দিনগুলোতে তা আরও চরম আকার ধারণ করবে।’ তিনি আরও বলেন, ‘পূর্বে বাংলাদেশ ষড়ঋতুর দেশ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে আমরা তার প্রতিফলন দেখতে পাই না। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ক্ষরা, বন্যা, নদী ভাঙন, উত্তরবঙ্গের মরুকরণসহ বিভিন্ন অস্বাভাবিক আবহাওয়াজনিত ঘটনাগুলো উন্নতদেশগুলোর অনিয়ন্ত্রিত প্রাকৃতিক সম্পদ শোষণ ও পরিবেশ দূষণের কারণেই ঘটছে।’ তিনি বলেন, ‘এজন্য দায়ী দেশগুলো যদি আমাদের ক্ষতিপূরণ প্রদানপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তাহলে সবাই একসঙ্গে আরও বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তাদেরকে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা হবে।’

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও মৎস্য চাষ বিভাগের চেয়ারম্যান মীর মোহাম্মদ আলী এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বলেন, ‘বর্তমানে আমাদের যে খাদ্য সংকট তার জন্য প্রধানত ধনী দেশগুলোই দায়ী। এই সংকট থেকে উত্তরণের জন্য ন্যায্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে ক্ষতিপূরণ দাবি করছি।’

সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র বলেন, ‘খাদ্য নিরাপত্তার বিষয়টি একজন মানুষের মৌলিক অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হলেও উন্নত দেশগুলোর বেপরোয়া পরিবেশ দূষণে তা হুমকির সম্মুখীন। খাদ্য নিরাপত্তা ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিতকরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগাতে হবে, যাতে করে আমাদের মতো গরিব দেশগুলো বৃহৎ কোম্পানিগুলোর স্বার্থ রক্ষায় মনোযোগী হওয়ার পরিরর্তে নিজেদের জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়।’

এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন— নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা, সচেতন নাগরিক সমাজের নির্বাহী পরিচালক এস এম জাহাঙ্গীর আদেল, শিশুদের মুক্ত বায়ু সেবন সংস্থার মো. সেলিম, নিরাপদ চিকিৎসা চাই’র উম্মে সালমা, বনলাতা নারী উন্নয়ন সংস্থার ইশরাত জাহান লতাসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
কেনিয়ায় খরা: অনাহার ঠেকাতে বিয়ের নামে ‘বিক্রি’ করা হচ্ছে মেয়েদের
বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলের নাগরিক সমাজ পর্যবেক্ষক জাকির হোসেন
সর্বশেষ খবর
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
মেহেরপুরে ঝড়ে লন্ডভন্ড শতাধিক বাড়িঘর, আহত ১০
মেহেরপুরে ঝড়ে লন্ডভন্ড শতাধিক বাড়িঘর, আহত ১০
ম্যানসিটিকে হতাশায় ভাসিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন প্যালেস
ম্যানসিটিকে হতাশায় ভাসিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন প্যালেস
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, কলকাতার বিদায়
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, কলকাতার বিদায়
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন