X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নিরপরাধ আরমানের কারাভোগ: ৭ পুলিশের দায়িত্বে অবহেলা পেয়েছে পিবিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ২২:২৭আপডেট : ১৪ জুন ২০২১, ২৩:১০

রাজধানীর পল্লবী থানায় মাদকের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত শাহাবউদ্দিন বিহারির পরিবর্তে নিরপরাধ মো. আরমানের কারাভোগের ঘটনায় সাত পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এই পুলিশ সদস্যরা হলেন—পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাদন ফকির, সাবেক এএসআই খান ইমদাদুল হক,  সাবেক এসআই মো. রাসেল, সাবেক এএসআই হযরত আলী, সাবেক এসআই মনিয়ারা আক্তার, পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম খান।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সাত পুলিশ কর্মকর্তা তাদের দায়িত্ব ও কর্তব্যে অবহেলা করেছেন।

আদালতের পূর্ব নির্দেশনা অনুসারে সোমবার (১৪ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে পিবিআই তাদের এ প্রতিবেদন দাখিল করেছে।

পরে এ তথ্য নিশ্চিত করেছেন এ সংক্রান্ত রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৮ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ‘কারাগারে আরেক জাহালম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পত্রিকায় ওই প্রতিবেদনে বলা হয়, ‘অপরাধী না হয়েও পাটকল শ্রমিক জাহালমকে জালিয়াতির ৩৩ মামলার আসামি হয়ে ৩ বছর কারাভোগ করতে হয়েছিল। অনেক ঘাটের জল পেরিয়ে শেষ পর্যন্ত উচ্চ আদালতের হস্তক্ষেপে তিনি কারামুক্ত হন। চাঞ্চল্যকর এ ঘটনা এখন মানুষের মুখে মুখে। এর রেশ না কাটতেই আরেক জাহালম-কাণ্ড বেরিয়ে এসেছে অনুসন্ধানে।’

‘জানা গেছে, রাজধানীর পল্লবীর বেনারসি পল্লীর কারিগর মো. আরমান নির্দোষ হয়েও ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ৩ বছর ধরে কারাভোগ করছেন। রাজধানীর পল্লবী থানার একটি মাদকের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাদক কারবারি শাহাবউদ্দিন বিহারি এ মামলার প্রকৃত আসামি। কিন্তু তার পরিচয়ে, তার পরিবর্তে সাজা ভোগ করছেন আরমান।’

পরে ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে  আরমানকে আদালতে হাজির করার নির্দেশনা ও মুক্তি চাওয়া হয়। ‘ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের’ পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব রিট আবেদনটি দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট ও পল্লবীর ওসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

সেই রিটের শুনানি শেষে ২০১৯ সালের ২৩ এপ্রিল ভুল আসামি হয়ে প্রায় ৩ বছর ধরে কারাগারে থাকা রাজধানীর পল্লবীর বেনারসি পল্লীর কারিগর মো. আরমানকে কেন মুক্তির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলে নির্দোষ আরমানকে কারাগারে রাখায় জন্য কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়। দীর্ঘদিন পর সেই রুলের শুনানি শেষে রায় ঘোষণা করেন হাইকোর্ট।

পরে গত ৩১ ডিসেম্বর মো. আরমানকে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেন আদালত। পাশাপাশি মো. আরমানকে আসামি করার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন আদালত।

এছাড়াও হাইকোর্ট তার পৃথক আদেশে ঘটনার পেছনের সত্যতা তুল ধরতে পিবিআইকে অনুসন্ধান করার নির্দেশ দেন। অনুসন্ধান শেষে প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা