X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
সাক্ষাৎকারে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান

অটোমোবাইল শিল্প দাঁড়াতে আরও কিছুটা সময় লাগবে

শফিকুল ইসলাম
১৪ জানুয়ারি ২০২৩, ১৪:২৫আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৬:১০

‘যেকোনও খাতের একটি শিল্পকে পুরোপুরি দাঁড় করাতে হলে চ্যালেঞ্জ থাকবে, এটাই স্বাভাবিক। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে একধরনের চ্যালেঞ্জ থাকবে। অর্থনৈতিক উন্নতির সঙ্গে ওই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই সামনের দিকে যাচ্ছি। যেমন আজ থেকে পাঁচ বছর আগে অটোমোবাইল পলিসি ছিল না। ওই সময়ে গাড়ি উৎপাদনে প্রণোদনার ব্যবস্থা ছিল না।’

‘এখন প্রণোদনা আসছে, ভ্যাট-ট্যাক্সের সুবিধা আসছে। এমনকি (ইলেকট্রিক) রেজিস্ট্রেশনেও বাড়তি সুবিধা থাকবে। পুরো শিল্প দাঁড়াতে সময় লাগবে। যত সময় যাবে, ততই প্রতিবন্ধকতা দূর হবে।’

গত ৫ জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ গ্রহণের পর রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান তেজগাঁওয়ে গ্রুপের প্রধান কার্যালয়ে বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।

শিল্প মন্ত্রণালয়ের দেওয়া ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’-এর বহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম পুরস্কার পায় রানার অটোমোবাইলস লিমিটেড। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছ থেকে রানার গ্রুপের পক্ষে এই পদক গ্রহণ করেন চেয়ারম্যান হাফিজুর রহমান খান।

তিনি বলেন, ‘যেকোনও পুরস্কার প্রাপ্তি আনন্দের ও গৌরবের, অহংকারের। তবে এই প্রাপ্তি দায়িত্ব বাড়িয়ে দেয়। এ পুরস্কার আমাদের মনে করিয়ে দিয়েছে, আমাদের আরও অনেক দূরে যেতে হবে। আমরা আমাদের কোম্পানির সবাইকে নিয়ে আরও সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। নিশ্চয়ই আমরা সফল হবো।’

হাফিজুর রহমান খান আরও বলেন, ‘আমরা অল্প সময়ের মধ্যেই ফোর হুইলার উৎপাদনে যাচ্ছি। নিশ্চয়ই আমাদের পরিকল্পনা এবং উৎপাদিত যান দেশের যোগাযোগব্যবস্থায় বিশেষ অবদান রাখবে।’

তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বে অটোমোবাইলে প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার রয়েছে। স্পেয়ার পার্টসের বাজার প্রায় ৫০০ বিলিয়ন ডলার।’ এসব বাজারে তাদের প্রবেশ করতে হবে বলে জানিয়েছেন হাফিজুর রহমান খান।

সরকারি সহায়তার বিষয়ে তিনি বলেন, ‘যেখানে গার্মেন্টস খাতের মতো প্রসার হওয়ার সুযোগ রয়েছে। এর জন্য সরকারি সহায়তা প্রয়োজন। যার মধ্যে রয়েছে বন্ডেড ওয়্যার হাউস ও রফতানি প্রণোদনার মতো সুবিধা।’ এর মাধ্যমে অল্প দামে বিশ্ব মার্কেটে প্রবেশ করা সহজ হবে বলেও জানান তিনি।

ইলেট্রিক্যাল ভেইক্যাল দিয়ে প্যাসেঞ্জার গাড়ির যাত্রা শুরু হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সরকার যে অটোমোবাইল নীতিমালা ঘোষণা করেছে, সেখানে দেশীয় উদ্যোক্তাদের জন্য নগদ প্রণোদনা ঘোষণা করেছে। মোটরসাইকেল যেভাবে ধাপে ধাপে এগিয়েছে, ইলেকট্রিক্যাল গাড়ির বিষয়টিও ধাপে ধাপে এগিয়ে যাবে। রিকন্ডিশন গাড়ির ব্যবহার যখনই সীমিত হয়ে আসবে, তখনই নতুন গাড়ি আমদানি ও উৎপাদনের দরজা উন্মুক্ত হবে।’

রানার গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আমরা আমদানিকে নয়, রফতানিপ্রক্রিয়াকে উৎসাহিত করতে চাই। এর জন্য দেশীয় পণ্য উৎপাদনকে সহায়তা দেওয়ার কথা বলছি। সে জন্যই অটোমোবাইল শিল্প খাতের বিকাশে আমরা প্রণোদনা চেয়েছি। এই খাতে সরকারের কাছ থেকে প্রণোদনা পেলে রফতানি বাণিজ্যে বড় ধরনের অবদান রাখবে। সেই সুযোগ সৃষ্টি হয়েছে।’

তিনি জানান, ‘এই মুহূর্তে এই খাতের জন্য আমরা ২০ শতাংশ হারে রফতানি প্রণোদনা চাচ্ছি। শুরুতে প্রণোদনার এই হার বেশি মনে হলেও এর জন্য বেশি টাকা লাগবে না, কারণ আমাদের ভলিয়ম তো কম। পরে যখন ভলিয়ম বাড়বে, তখন এই হার ক্রমান্বয়ে কমিয়ে ১০ শতাংশ করা যেতে পারে।’

উল্লেখ্য, ২০২০ সালের জন্য সরকারের বহৎ শিল্প ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম পুরস্কার পায় রানার অটোমোবাইলস লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। শিল্প খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ও বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০টি শিল্প প্রতিষ্ঠানকে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২০’ দেওয়া হয়।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
আলাপচারিতায় ব্যারিস্টার আমীর উল ইসলাম ও মানস ঘোষমুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবাদ সংগ্রহ
করারোপ নীতি শিক্ষা সম্প্রসারণকে বাধাগ্রস্ত করবে: সলিমুল্লাহ খান
বাংলা ট্রিবিউনকে ওয়াসিকা আয়শা খান‘নারীরা যে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন, এর নেপথ্যে শেখ হাসিনা’
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ