২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি রেহেনা প্রধান মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
সোমবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মোহাম্মদপুর কেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, ‘রেহেনা প্রধান ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। হঠাৎ করে বাসা অসুস্থতাবোধ করলে তাকে পাশে কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালেই তিনি মারা যান। রেহেনা প্রধান মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।’