X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২২, ১৫:১৮আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৯:১২

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী (৮৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

পরে মুহাম্মদ সাইফুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সোমবার দুপুর পৌনে ১টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

জানা গেছে, বিচারপতি গোলাম রাব্বানীর ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যরিস্টার জিয়াউল হাসান রূপোস আজ দেশে ফিরবেন। এরপর ১৬ নভেম্বর প্রয়াত গোলাম রাব্বানীকে রাজশাহীর কাদিরগঞ্জ হেতিম খাঁ কবরস্থানে দাফন করা হবে। ওইদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা এবং রাজশাহীর কাদিরগঞ্জে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

বিচারপতি গোলাম রাব্বানী ২০১০ সাল থেকে ৭ বছর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ছিলেন। ২০১৭ সালে তাকে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সভাপতি নির্বাচিত করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদেই দায়িত্বরত ছিলেন।

গোলাম রাব্বানী ১৯৩৭ সালে ১০ জানুয়ারি রাজশাহীতে তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে ১৯৬০ সালে তার কর্মজীবন শুরু হয়। ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারক হন। পরের বছর ২০০২ সালের ১০ জানুয়ারি অবসরে যান।

কর্মজীবনে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলা, ফতোয়া সংক্রান্ত মামলা, তালাক ও ভরণপোষণ সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য রায় দিয়েছেন, যা বিভিন্ন মহলে এখনও সমাদৃত।

গোলাম রাব্বানী আইন ও সংবিধান নিয়ে দুই ডজনেরও বেশ বই প্রকাশ করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।

 

 

/বিআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা: মরদেহ ফেরত দিলো বিএসএফ
পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশিকে হত্যা: মরদেহ ফেরত দিলো বিএসএফ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনের কথা ফাঁস করলেন এক ইসরায়েলি
ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনের কথা ফাঁস করলেন এক ইসরায়েলি
ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু, যা ভাবছেন বিএনপি নেতারা
ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লু, যা ভাবছেন বিএনপি নেতারা
সর্বাধিক পঠিত
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
‘ইউরোপে অভিবাসীদের আশ্রয় চাওয়ার প্রেক্ষাপট পাল্টে যাবে’
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র