X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আসলাম চৌধুরী ৫৪ ধারায় ৭ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৬, ১৭:০০আপডেট : ১৬ মে ২০১৬, ১৯:৩৩


আসলাম চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও তার সহাযোগী আছাদুজ্জামান মিয়াকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
গোয়েন্দা পুলিশের অপরাধ তথ্য বিভাগের তদন্ত কর্মকর্তা গোলাম রব্বানী তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম সাবাদুজ্জামান আনসারী শুনানির পর তাদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ড বাতিল চেয়ে আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
আরও পড়ুন: ‘আমি লজ্জিত ও বিব্রত’

রিমান্ড শুনানিতে আসামিদের আইনজীবী বলেন, আসলাম চৌধুরী ব্যবসায়িক কাজে বিভিন্ন সময় ভারতে যান। ভারতের সঙ্গেই তার ব্যবসা বেশি। ওই ব্যবসায়ীক কাজে গিয়েই তিনি একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই মেনদি এন সাফাদির সঙ্গে তার পরিচয়। তার জানা ছিল না মেনদি ইসরায়েলের লোক। তাছাড়া তার সঙ্গে কোনও বৈঠকও করেননি তিনি। আর দেশবিরোধী কোনও কর্মকাণ্ড বা চক্রান্তের সঙ্গেও তিনি জড়িত নন।
রবিবার বিকেল সাড়ে ৬টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মোসাদ বিতর্কে গ্রেফতার হন বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী। তার এক সহকারী ও চালককেও আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দফতরে আনা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি-উত্তর) শেখ নাজমুল আলম বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

দেশের বাইরে অন্য কোনও রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সঙ্গে ষড়যন্ত্র করে সরকার উৎখাতের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে।

অপরদিকে, বাংলাদেশে যেকোনও হত্যাকাণ্ডের পর কথিত জিহাদিদের প্রচারণামূলক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্সে’ তা প্রকাশ নিয়েও এখন সন্দেহ করা হচ্ছে বিএনপির এই নেতাকে। এর নেপথ্যে তার হাত থাকতে পারে বলে গোয়েন্দাদের সন্দেহ। এ বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

রবিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ‘স্বরাষ্ট্রমন্ত্রী গত দু’মাস ধরে বলে আসছেন এই দায় স্বীকারের পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র রয়েছে। কিন্তু আপনারা (সাংবাদিক) কেউ তা বিশ্বাস করেন না। আপনাদের মধ্যে অনেকেই এর এভিডেন্স দেখতে চেয়েছেন। এই দায় স্বীকারের পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে।’

সাইটের কর্ণধার রিতা কাৎজ একজন ইহুদি। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করলেও ইসরায়েলের সঙ্গে একত্র হয়েই গোয়েন্দাগিরি করেন। সন্ত্রাসবাদ ও জিহাদি সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের চর বলা হয়। তার আছে ‘সার্চ ফর ইন্টারন্যাশনাল টেরোরিস্ট এন্টাইটিস (এসআইটিই)’ নামের একটি ওয়েবসাইট। এটি ওয়াশিংটনভিত্তিক একটি গোয়েন্দা সংস্থার সহযোগী প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী সন্ত্রাসী নেটওয়ার্ক ট্যাগ এবং গোপন বার্তা ও ভিডিও প্রচার করে আলোচিত সাইটটি। মোসাদের সঙ্গে আসলামের এমন বৈঠক ও ছবি দেখে তাই গোয়েন্দাদের সন্দেহ, বাংলাদেশে হত্যার পর সাইটে জঙ্গি সংগঠনের নামে যে দায় স্বীকার করে তার নেপথ্যে আসলামের হাত থাকতে পারে।’

তবে এ বিষয়ে মনিরুল ইসলাম কোনও মন্তব্য করেননি। তিনি বলেছেন, ২০১৪ সালে দেশব্যাপী সংঘটিত নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে ৩৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলাই তিনি এতদিন পলাতক ছিলেন।’

আরও পড়ুন: ফিলিপাইনকে আন্তর্জাতিক চাপে ফেলতে চায় বাংলাদেশ

গোয়েন্দাদের দাবি,মোসাদের সঙ্গে বৈঠকের খবর আসার পর থেকে বিএনপির এই নেতা নজরদারিতে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞার পর তিনি গা ঢাকা দেন। তবে তার গতিবিধি সবসময় গোয়েন্দা নজরদারিতে ছিল। মোসাদের এজেন্ট (লিকুদ নেতা) সঙ্গে বৈঠকের খবর প্রকাশ হওয়াকে সরকার উৎখাতের ষড়যন্ত্র হিসাবে দেখছে প্রশাসন। তার ওই বৈঠকের ছবি গত ৭ মে গণমাধ্যমে প্রকাশ পায়।এরপর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

সম্প্রতি ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেনদি এন সাফাদি ভারত সফর করেন। সেখানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ সম্পর্কে নানা মন্তব্য করেন সাফাদি। তার সঙ্গে বিভিন্ন স্থানে আসলাম চৌধুরীর ছবি রয়েছে। মেনদি তার প্রতিষ্ঠানের ফেসবুক ছবিগুলো আপলোড করেন। এছাড়া ওইসব ছবি নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলা হয়।

ছবি: নাসিরুল ইসলাম

এপিএইচ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে