X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

জমি কেনার জন্য টাকা পেলেন আবুল বাজানদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ১৬:২০আপডেট : ৩১ মে ২০১৬, ১৬:৩৮

জমি কেনার জন্য টাকা পেলেন আবুল বাজানদার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আবুল বাজানদারকে জমি এবং ঘর তোলার জন্য ৬ লাখ টাকা অনুদান দিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কবির চৌধুরী। মঙ্গলবার (৩১ মে) দুপুরে ঢামেক বার্ন ইউনিটে ছয় লাখ টাকার চেক ‘ট্রিম্যান’ হিসেবে পরিচিতি পাওয়া আবুলের হাতে দেন ডা. কবির চৌধুরী।

বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সামন্ত লাল সেন, বর্তমান পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদসহ আবুল বাজানদারের পরিবারের সদস্যদের উপস্থিতেতে এই চেক তুলে দেওয়া হয়। 

আবুল বাজানদারের স্ত্রী হালিমা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, আজ আমাদের বড়ই আনন্দের দিন। আমার স্বামী সুস্থ হচ্ছে, আমরা মাথা গোঁজার জন্য ঠাঁই পাচ্ছি। আমরা সবার কাছে কৃতজ্ঞ।

এদিকে আজ আবুল বাজানদারের দুই হাতে পায়েই ড্রেসিং সম্পন্ন হয়েছে। হাত পায়ের অবস্থা বেশ ভালো বলে বাংলা ট্রিবিউনকে জানান ডা. সামন্ত লাল সেন।

বিরল রোগ ইপিডার্মোডিসপ্লাসিয়া ভ্যারুসিফরমিসে আক্রান্ত বাংলাদেশের আবুল বাজানদার বিশ্বের তৃতীয় রোগী। গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ডান হাতের পাঁচ আঙুলে প্রথম অস্ত্রোপচার করে জটমুক্ত করা হয়েছে। বাম হাতে অস্ত্রোপচার হয়েছে গত ১৯ মার্চ। ১২ এপ্রিল ডান হাতে আবার অপারেশন হয়েছে। এ পর্যন্ত তার ডান হাতে ৯ বার এবং বাম হাতে ৫ বার ড্রেসিং হয়েছে। আবুল বাজানদার ও তার স্ত্রী

এদিকে, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক অধ্যাপক আবুল কালাম জানিয়েছেন, আবুল বাজানদারের চিকিৎসায় যতদিন লাগবে তার পুরোটা সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন আবুল।

বৃক্ষ মানব হিসেবে পরিচিতি পাওয়া আবুল বাজানদারের চিকিৎসার সব খরচ বহন করছে সরকার।

গত ৩০ জানুয়ারি খুলনার আবুল বাজানদার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন এবং তার চিকিৎসায় বর্তমানে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড  কাজ করছে।

আরও পড়ুন- 

খুলনায় প্রতিমাসে পাঁচ এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত
মামলায় আসক্ত মাদক নিয়ন্ত্রণ অধিদফতর!

/জেএ/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
‘দেশের মানুষকে এক ছাতার নিচে দেখতে চান প্রধানমন্ত্রী’
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: শিরীন শারমিন
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির