X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পুলিশ বলছে ‘ছিনতাই হয় না’

উদিসা ইসলাম
০৫ জুন ২০১৬, ১৭:৫৮আপডেট : ০৫ জুন ২০১৬, ২৩:৫০

ছিনতাই ২ জুন বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা। অফিস শেষে আগারগাঁওয়ে নিজ বাসায় ফিরছিলেন কর্মজীবী এক যুবক। প্রধান সড়ক থেকে গলিপথে ঢুকতেই হঠাৎ ল্যাপটপের ব্যাগে টান পড়ে। পাশ দিয়ে চলে যায় মোটরবাইক। যুবক বুঝতে পারেন ছিনতাই হয়ে গেল তার ব্যাগ। সেকেন্ডের এই বাস্তবতায় হতচকিত মোটরবাইকের পেছনে দৌড়ানোর চেষ্টা করেও লাভ হলো না, শুধু চেয়ে দেখা ছাড়া আশপাশের কেউ সাড়াও দিল না।
রাজধানীতে এভাবেই প্রতিদিন চলছে ছিনতাইয়ের উৎসব। ঈদ সামনে রেখে প্রধান সড়কেও ছিনতাই বেড়েছে। আর মহল্লার গলিপথেও রাত দশটার পর নিরাপদ বোধ করছে না নগরবাসী। তবে পুলিশ বলছে, ‘ছিনতাই হয় না। এ বছর ছিনতাই একেবারেই কমে গেছে।’
মানবাধিকার সংস্থাগুলো বলছে, মানুষ ছিনতাই হওয়া জিনিস ফেরত না পেয়ে এখন আর থানায় যায় না। আর থানা খুব ভালো করেই জানে এলাকায় কোন অপরাধ কী পরিমান হয়। আর মামলা হয় না বলেই পুলিশ কাগজে কলমে বলছে, ‘ছিনতাই হয় না’।
অনুসন্ধানে জানা গেছে, তেজগাঁও এলাকায় দুই শিফটে ছিনতাইয়ের ঘটনা পরিচালিত হয়। ভোর ৫টা থেকে বিকেল তিনটা আর তিনটার পর থেকে রাত ১২টা। একটু বেখেয়াল হলে বা সামান্য রাতে যদি নিজের গাড়ি ছাড়া কেউ যাতায়াত করেন, তাহলে টাকা মোবাইল বা ল্যাপটপ নিয়ে নিশ্চিন্তে বাসায় ফেরা কঠিন।
ছিনতাইকারীরা বলছেন, ফার্মগেট থেকে বাসগুলো ইন্দিরা রোডের দিকে বাম দিকে মোড় ঘুরতে এলোমেলোভাবে রাখা হয়। সেখানে আমরা মোবাইল টান দিয়ে পালাতে পারি। আমাদের থেকে তাদের হিস্যাও আছে, তবে সব বাস না। রাসেল (এ নাম তার আসল না তার সহকারী জানায়) নামে তেজগাও এলাকায় মোবাইল ছিনতাইকারী জানান, গত মাসে তিনি ২১টা মোবাইল ছিনতাই করেছেন এ এলাকায়।
এরপরও ছিনতাই আগের তুলনায় কম দাবি করে তেজগাঁও মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘আমার এলাকায় মাদকটা একটু বেশি, তারপরও নিয়ন্ত্রণে আছে। কিন্তু ছিনতাই নেই। কারণ ফার্মেগেটে পুলিশবক্স আছে।’

তিনি বলেন, ‘ফার্মগেট খুব জনবহুল এবং ব্যস্ত এলাকা। যাত্রী বা পথচারীদেরও একটু সতর্ক থাকা জরুরি। কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটে। সেটা ধর্তব্যে নেওয়ার মতো না।’

এদিকে মিরপুর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছিনতাইয়ে ঘটনা এখন নেই বললেই চলে। অন্তত পরিসংখ্যানতো তাই বলে। পরিসংখ্যানের তুলনামূলক কোনও কিছু তিনি জানাতে পারবেন কিনা জানতে চাইলে তিনি পরে কোনও একসময় জানাবেন বলে জানিয়েছেন।

শের-ই-বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিজি বিশ্বাস বলেন, ‘আমাদের টহলের টিম স্ট্রং। ছিনতাই বেড়েছে এমন তথ্য আমাদের কাছে নেই।’

তবে নাম প্রকাশ না করার শর্তে এক ডিউটি অফিসার বলেন, ‘ছিনতাই হয়। অনেক হয়। নথিভুক্ত না হওয়ায় আমরা অফিসিয়ালি ছিনতাই হয় বলতে পারব না।’

তার কথার সঙ্গে একসুরে কথা বলেন মানবাধিকার কর্মী এলিনা খান। তিনি বলেন, ‘অপরাধের সঙ্গে পুলিশের যোগাযোগ বেড়ে গেলে আইনশৃঙ্খলা রক্ষা কঠিন হয়। এখন যে পরিস্থিতি, পুলিশ জানে ছিনতাইয়ের ঘটনায় রাজধানীবাসীর চলাফেরা কী পরিমান নিয়ন্ত্রিত হয়েছে। নিজেদের গাড়ি নেই যাদের তাদের মধ্যে নিরাপত্তা বোধ নেই। কিন্তু তারপরও পুলিশ অপেক্ষা করবে আপনার অভিযোগের। আপনি ছিনতাইয়ের শিকার হয়ে অভিযোগ করছেন না মানে ছিনতাই হচ্ছে না এটা দায়িত্বজ্ঞানহীনতা ছাড়া কিছু না।’


এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
মহসিনকে পেয়ে আবেগে আপ্লুত সাব্বির-কায়সার-বিপ্লবরা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড