X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঢাকার বাইরেও খোলা হবে ভারতীয় ভিসা ক্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৬, ১৮:০৮আপডেট : ১৩ জুন ২০১৬, ২০:৪৯

ভারতীয় ভিসা ঈদ উল ফিতর উপলক্ষে ভারতীয় দূতাবাসের ১৩ দিন ব্যাপী বিশেষ ভিসা ক্যাম্প বিপুল সাড়া পাওয়ায় এ ধরনের ক্যাম্প আগামী কয়েক মাসের মধ্যে আবারও খোলা হবে।
ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার বিশেষ ভিসা ক্যাম্প উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি প্রথম, কিন্তু শেষ নয়। এ ধরনের ক্যাম্প আগামী কয়েক মাসের মধ্যে আবারও হবে।’
ভারতীয় দূতাবাস জুন ৪ থেকে ১৬ জুন পর্যন্ত ই-টোকেন ছাড়া শুধুমাত্র প্রয়োজনীয় কাগজসহ ভিসা সেবা দেওয়ার জন্য এ ক্যাম্পের আয়োজন করে। এছাড়া দূতাবাসের ১১টি নিয়মিত ভিসা সেন্টার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। প্রতিদিন প্রায় ১০ হাজার লোক এ সুবিধা নেওয়ার জন্য এসেছে।’
তিনি বলেন, ‘ক্যাম্প এখনও তিন দিন চলবে। কিন্তু প্রাথমিক হিসাবে বলা যায়, অন্তত ৫০ হাজার থেকে ৬০ হাজার লোককে এ ক্যাম্পের মাধ্যমে এক বছরের জন্য মাল্টিপল ভিসা দেওয়া সম্ভব হবে।

এ ধরনের ভিসা ক্যাম্প এর আগে কখনও খোলা হয়নি এবং এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ঢাকার বাইরেও ভিসা ক্যাম্প খোলা হবে।’

ভারত বাংলাদেশীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চালু করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক কিছুই বিবেচনার মধ্যে আছে এবং সেগুলোর জন্য অনেক কাজ বাকি আছে।’

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা বিভিন্ন পদক্ষেপের কথা বিবেচনা করছি, যাতে করে ভিসা সিস্টেমের ওপর চাপ হ্রাস পায়।’ তিনি অবশ্য পদক্ষেপগুলো কী সেটি বলতে অপারগতা প্রকাশ করেন।

অন্য এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, এ ক্যাম্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে সব ধরনের এজেন্টদের এ ভিসা প্রক্রিয়া থেকে বাদ দেওয়া।

এসএসজেড/এপিএইচ/

আরও পড়ুন: 

মে মাসে মূল্যস্ফীতি কমলেও জুনে বাড়বে: পরিকল্পনামন্ত্রী

তনুর দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে

সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!