X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

মে মাসে মূল্যস্ফীতি কমলেও জুনে বাড়বে: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৬, ১৭:৩৩আপডেট : ১৩ জুন ২০১৬, ১৭:৪৪

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চলতি ২০১৬ সালের মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৫ শতাংশে। যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগের মাসে অর্থাৎ এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬১ শতাংশ।
একই সময়ে মে মাসে খাদ্য পণ্যের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৮১ শতাংশ। এপ্রিলে এই হার ছিল ৩ দশমিক ৮৪ শতাংশ। আলোচিত মে মাসে খাদ্য বহির্ভূত পণ্যের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯২ শতাংশ। যা এপ্রিলে ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ।
সোমবার (১৩ জুন) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বরাত দিয়ে মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে পরিকল্পনা সচিব তারিক-উল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম, আইএমইডির সচিব ফরিদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, মে মাসের মুল্যস্ফীতির এ হার গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানোয় কিছুটা প্রভাব বাজারে পড়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, খাদ্য বহির্ভূত পণ্যে এবং খাদ্য জাতীয় পণ্যেও দাম কমায় মূল্যস্ফীতি কমেছে। সবজি ও ফসল ভাল হওয়ায়, আমদানি ব্যয় কমায় এবং দেশের অভ্যন্তরে তেলের দাম কমানোয় সার্বিক মূল্যস্ফীতি কমেছে। রোজার মাস হওয়ায় চলতি জুন মাসে স্বাভাবিকভাবে কিছু পণ্যের দাম বাড়তে পারে। ফলে জুনে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে, তবে তা সহনীয় পর্যায়ে থাকবে।

বিবিএস-র তথ্যানুযায়ী, মে মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশ। যা এপ্রিলে ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ। খাদ্য পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক শূণ্য ৮ শতাং। যা এপ্রিলে ছিল ৩ দশমিক ১১ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যে মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩২ শতাংশ; যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ৮০ শতাংশ।

মে মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৭ দশমিক শূণ্য ৬ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশ। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৫১ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যে মে মাসে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৬ শতাংশে; যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ১১ শতাংশ।

/এসআই/ এপিএইচ/

আরও পড়ুন: 

স্কুলে স্কুলে ফুঁসে উঠছেন অভিভাবকরা, চাচ্ছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

কথা বলছেন না শ্যামল কান্তি

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরাও রাজপথে থাকবেন’
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক‘শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরাও রাজপথে থাকবেন’
অভিবাসী শ্রম সংক্রান্ত অভিযোগ প্রত্যাহারে বাংলাদেশকে মালয়েশিয়ার অনুরোধ
অভিবাসী শ্রম সংক্রান্ত অভিযোগ প্রত্যাহারে বাংলাদেশকে মালয়েশিয়ার অনুরোধ
৮ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা
৮ মামলার আসামিকে ছুরিকাঘাতে হত্যা
সীমান্তে টহলরত অবস্থায় বজ্রাঘা‌তে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫
সীমান্তে টহলরত অবস্থায় বজ্রাঘা‌তে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৫
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ