X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১
গুলশান হামলায় স্বজনহারাদের কথা

‘এ শূন্যতা অস্থির করে বেশি’

উদিসা ইসলাম
০১ আগস্ট ২০১৬, ১৯:১৬আপডেট : ০১ আগস্ট ২০১৬, ২১:১৫

গুলশান হামলায় স্বজনহারারা ‘বলে গেল কয়দিন পরই ঈদ করবে—আর ফিরলো না। এই না ফেরার শূন্যতা কষ্ট দেয় যতটা, অস্থির করে তার চেয়েও বেশি।’ কথাগুলো বলছিলেন গুলশান আর্টিজান হামলায় নিহত শিল্পী ইশরাত আখন্দের ভাই ইউসুফ আখন্দ। বোনহীন ত্রিশটি দিন পার করে তারা কেমন আছেন, বলতে গিয়ে সবার কণ্ঠে সেই একই আহাজারি। মানতে পারছেন না কেউই, ‘এইতো গেলো কফি খেয়ে ফিরবে বলে, এরপর নেই’।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিহত ২০ জনের মধ্যে ৩জন বাংলাদেশি টগবগে তরুণ—ইশরাত আখন্দ, ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবীর। শুরু থেকেই অবিন্তার পরিবার নিজেদের মধ্যে গুটিয়ে ছিল। গণমাধ্যমে মেয়েকে নিয়ে কোনও কথাই বলতে রাজি হননি। মেয়ে নিহত হয়েছেন জানার পর থেকে লাশ হস্তান্তরের তিনদিনই তাদের দেখা গেছে গণমাধ্যমের সামনে। শোকে নুয়ে পড়া পরিবার কিন্তু তারপরও চোখেমুখে মেয়েকে বাঁচাতে না পারার ক্ষোভ।
অবিন্তা, ফারাজ, তারুশি ও ইশরাত

আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে পড়তে গিয়ে ফারাজ আইয়াজ হোসেন, অবিন্তা কবীর ও ভারতীয় নাগরিক তারুশি জৈনের বন্ধুত্বের শুরু। দীর্ঘদিনের বন্ধুত্ব একসঙ্গে মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়।গত ১ জুলাই গুলশানের রেস্তোরাঁয় জঙ্গিরা যে ২০ জনকে হত্যা করে, তাদের মধ্যে এই তিন বন্ধুও ছিলেন। ছুটিতে ঢাকায় ফিরে একসঙ্গে কিছু সময় কাটানোর উদ্দেশ্যে তারা ওই রেস্তোরাঁয় কফি খেতে গিয়েছিলেন।

উদ্ধারপ্রাপ্তদের ভাষ্যমতে, সেই ভয়ঙ্কর রাতে জিম্মি থাকা অবস্থায় জঙ্গিরা ফারাজকে ছেড়ে দিতে চেয়েছিল, চলে যেতে বলেছিল। বন্দুকধারীদের প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশি অবিন্তা আমেরিকান ও তারুশি ভারত থেকে আসার কথা জানালে তাদের ছাড়া হয়নি। কিন্তু ফারাজ তার দুই বন্ধুকে ছেড়ে চলে যেতে অস্বীকৃতি জানানোয় তাকেও নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা।

নিহত পুলিশ সদস্যদের পরিবার

 

ইশরাতের বাসার নিচের দারোয়ান বলেন, আপা নেই মনে হলে কেমন যেন গা ছমছমে অনুভূতি হয়। সারাক্ষণ কাজ করতে থাকা হাসিখুশি আপা একটু রাত হলেও আসবেন মনে এখনও ভুল হয়। ইশরাত আখন্দের সঙ্গে তার ভাই ইউসুফ আখন্দের শেষ কথা হয় জুন মাসের শেষ দিকে, মায়ের সঙ্গে কথা হয় ঠিক আগের দিন। ২ জুলাই ইশরাতের যাওয়ার কথা ছিল শ্রীলংকা। ফিরে এসে পরিবারের সঙ্গে ঈদ করবেন বলে জানিয়েছিলেন।ইশরাতের ভাই বলেন, পিঠাপিঠি ভাইবোন আমরা। কী-ইবা বলার আছে। আমাদের জন্য ইশরাতের মৃত্যু শূন্যতার অনুভূতি। যা কখনোই পূরণ হওয়ার নয়।

ইশরাতের বন্ধুরা জানান, তিনি নিয়মিত ‘আই অ্যামহ্যাপি টুডে’ বলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতেন। কোনও আইডিয়া, স্থান, কোনও ইমেজকে নিয়ে আইঅ্যামহ্যাপিটুডে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেন। সেই হ্যাশট্যাগকে বাঁচিয়ে রেখেছেন বন্ধুরা। তারা বলছেন, আমাদের বন্ধু কারও ক্ষতি করেননি। তাকে এবং তার কাজকে আমরা ধরে রাখতে চাই নানাভাবে।

 

 

ইশরাত খন্দকারকে নিয়ে স্ট্যাটাস  

একই হামলায় রেস্তোরাঁর বাইরে নিহত হন দু’জন পুলিশ কর্মকর্তা ওসি সালাউদ্দিন এবং এসি রবিউল করীম। রবিউলের ভাই শামস বলেন, রবিবার রাত ১২টার পর ভাইয়ের ফুটফুটে এক কন্যা জন্ম হয়েছে। এই শিশুটির কী দোষ ছিল প্রশ্ন তুলে তিনি বলেন, বাবার মায়া-মমতার অধিকার কেড়ে নেওয়া হয়েছে জন্মের আগেই। ভাইয়ের কথা জানতে চাইলে ফোনের ওপারে নীরবতা। সে নীরবতার কান্না টের পাওয়া যায় ফোনের এপাশেও।

উল্লেখ্য, গত ১ জুলাই শুক্রবার রাতে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের ছোড়া বোমা ও গুলিতে নিহত হন বনানী থানার ওসি সালাহ উদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম।এছাড়া ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে জঙ্গিরা। পরদিন যৌথবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গিসহ ছয়জন। যাদের একজন হলি আর্টিজানের শেফ সাইফুল ইসলাম চৌকিদার। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই রেস্টুরেন্টের কর্মচারী জাকির হোসেন শাওন।

আরও পড়তে পারেন: ‘সেই জিম্মি দশা থেকে এখনও মুক্তি পাইনি’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানে অস্বাভাবিক বৃষ্টিপাত, বন্যায় নিহত ৬৮
আফগানিস্তানে অস্বাভাবিক বৃষ্টিপাত, বন্যায় নিহত ৬৮
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
অনুরাগ কাশ্যপের সিনেমায় ঋদ্ধি!
এবার বাজেটের আকার কত হচ্ছে, জানালেন ডেপুটি গভর্নর
এবার বাজেটের আকার কত হচ্ছে, জানালেন ডেপুটি গভর্নর
নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান