X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আমরা কি জঙ্গিদের আদর করবো: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৬, ১৯:৩৯আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ২১:০৭

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে পুলিশের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। জঙ্গিরা এনকাউন্টারে মারা কেনও গেলো। এই প্রশ্ন করেছেন অনেকে। আমার কি জঙ্গিদের আদর করবো, চুমু দিয়ে বাড়িতে নিয়ে যাবো?’
শুক্রবার বিকালে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের ঘটনা উল্লেখ করে বলেন, যখন ওই এলাকায় পুলিশ ব্লক রেড দিচ্ছিল তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা সাড়ে চার ঘণ্টা বিভিন্ন স্লোগান দিয়েছিল। পুলিশরা কাফের, মুর্দাত, জাহান্নামে যাবে এসব বলেছিল তারা। ওই সময় পুলিশ ভেতরে গেলে জঙ্গিরা গ্রেনেড চার্জ করতো। পুলিশ সময় নিয়ে সেখানে অপারেশন চালিয়েছে। জঙ্গিরা কখনোই আত্মসমর্পণের আগ্রহ দেখায়নি। জঙ্গিরা মরতে চেয়েছিল। হুরের কাছে যেতে চেয়েছিল।

বিভিন্ন সময় গ্রেফতার হওয়া জঙ্গিদের বিষয়ে শহীদুল হক বলেন, বেশিরভাগ জঙ্গি ধরা পড়লে বাঁচতে চায় না। তারা জান্নাতে যেতে চায়।

পুলিশের কাজ নিয়ে তোলা বিভিন্ন প্রশ্নের ব্যাপারে তিনি বলেন, ‘যারা পুলিশের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছেন তারা জঙ্গিবাদকে মদদ দিচ্ছেন। তারা এধরনের কাজ করে সরকারকে বিপাকে ফেলতে চাইছেন। তারা বুঝতে চান না দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তারা যদি কখনও সরকারে আসেন তাহলে জঙ্গিবাদের বিষয়টি তো বুমেরাং হবে। জঙ্গি নিয়ে রাজনীতি করবেন না। পুলিশের কাজ নিয়ে ভনিতা করবেন না।’

‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নাগরিক ঐক্য’ শিরোনামে সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহম্মদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন একেএম রহমত উল্লাহ এমপি, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, মোহাম্মাবাদ আলিয়া মাদরাসার শিক্ষক সাইফুল ইসলাম রফিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণযোগাযোগ সম্পাদক সুভাশিষ বিশ্বাস, শিক্ষাবিদ প্রফেসর গোলাম অদূত, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল, ঢাকা মহানগর নাগরিক ঐক্যের ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল হোসেন।

/এআরআর/এনএস/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার