X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

জঙ্গি করিমের শিশুপুত্রকে রিমান্ডে নেওয়ায় আসক ও ব্লাস্টের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫৬

জঙ্গি করিমের শিশুপুত্রকে রিমান্ডে নেওয়ায় আসক ও ব্লাস্টের উদ্বেগ

রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরী ওরফে আবদুল করিমের শিশুপুত্রকে তিন দিনের রিমান্ডে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করে সংগঠন দুটি।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক  নূর খান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৮ অক্টোবর ১৪ বছর বয়সী শিশুটিকে পুলিশি রিমান্ড মঞ্জুর করায় আসক  ও ব্লাস্ট উদ্বেগ প্রকাশ করছে।’

গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জঙ্গিদের বিভিন্ন আস্তানার সন্ধান এবং জঙ্গিদের নাম ও ঠিকানা জানতে বিভিন্ন অভিযান পরিচালনার জন্য পুলিশ ওই শিশুকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘কিন্তু শিশু আইন ২০১৩ অনুযায়ী কোনও শিশুকে পুলিশ রিমান্ডে নেওয়ার সুযোগ সীমিত। বরং এই আইনে বলা হয়েছে, কোনও শিশুর বিচার কার্যক্রমে আদালতের কাঠগড়া ও লালসালু ঘেরা আদালত কক্ষের পরিবর্তে সাধারণ কক্ষে শিশু আদালতের অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে বিচার চলাকালীন আইনজীবী, পুলিশ বা আদালতের কোনও কর্মচারী আদালত কক্ষে তাদের পেশাগত বা দাফতরিক কোনও ইউনিফর্ম পরিধান করতে পারবেন না। এছাড়া বিচারকালে শিশুকে তার পরিবারের সদস্য, প্রবেশন কর্মকর্তা ও আইনজীবীর কাছে বসার ব্যবস্থা করতে হবে। তদন্তকালীন সময়ে শিশুর অভিভাবক বা পরিবারের সদস্য এবং প্রবেশন কর্মকর্তার উপস্থিতিতে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা শিশুর জবানবন্দি গ্রহণ করবেন।’

নূর খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘শিশুদের বিচার প্রক্রিয়ায় যেন মানসিক চাপ না পরে সেজন্য উল্লিখিত বিধানগুলো রাখা হয়েছে। এসত্ত্বেও এভাবে একটি শিশুকে রিমান্ডে নেওয়া বাংলাদেশের সংবিধান এবং শিশু আইনের পরিপন্থী। আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে শিশুদের বিষয়ে সুচিন্তিত ও অধিকার সংশ্লিষ্ট পদক্ষেপ আশা করি।’

/জেইউ/ এপিএইচ/

আরও পড়ুন:
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: পুনরুদ্ধারকৃত অর্থ ফেরত দিতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে আদালতের আদেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
বুন্দেসলিগায় গোলের রেকর্ডে চোখ কেইনের
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
শ্রমিকরাই অর্থনীতির চাকা সচল রাখে: স্পিকার
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষকসহ ১৫ শিক্ষার্থী
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
গানে গানে সরকারের সমালোচনা, ইরানি গায়কের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে