X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এমপি লিটন ও মামুন হত্যা একইসূত্রে গাঁথা

জামাল উদ্দিন, গাইবান্ধা থেকে ফিরে
১১ জানুয়ারি ২০১৭, ০১:২০আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ২০:০৮



সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন ও  ছাত্রলীগ নেতা এসএম খলিলুর রহমান মামুন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন ও স্থানীয় ছাত্রলীগ নেতা এসএম খলিলুর রহমান মামুন হত্যাকাণ্ড একইসূত্রে গাঁথা বলে মনে করছেন নিহত মামুনের বাবা সার্জেন্ট (অব.) খায়রুজ্জামান ওরফে আঙ্গুর মিয়া। তিনি জানান, এমপি লিটন হত্যার আগে সুন্দরগঞ্জে টার্গেট কিলিংয়ের শিকার হয়েছিলেন এসএম খলিলুর রহমান মামুন। ঘটনার একদিন পরই পুলিশের এসআই হিসেবে তার কর্মজীবন শুরুর কথা ছিল। কিন্তু জামায়াত-শিবিরের ক্যাডাররা তাকে স্থানীয় ডোমের হাট বাজারে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এমপি লিটন ও মামুন হত্যাকাণ্ড সুন্দরগঞ্জকে মেধাবী নেতৃত্ব শূন্য করার জামায়াত-শিবিরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি অংশ বলেও মনে করেন আঙ্গুর মিয়া।

জানা গেছে, ২০১৩ সালের ১৪ নভেম্বর মামুন হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই খালেদ রেজা বাবুল বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ২২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরও আসামিরা ছিল প্রকাশ্যে। এখনও মামুনের বাবা-ভাইকে হুমকি দিয়ে যাচ্ছিল আসামিরা। বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ারও  হুমকি দিয়ে যাচ্ছিল। কিন্তু পুলিশ কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি। তবে আসামি ধরতে না পারলেও মামলা দায়েরের প্রায় ৫ মাস পর এজাহারভুক্ত ২২জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। পরে ১৪ আসামি আতসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

নিহত মামুনের বাবা আঙ্গুর মিয়া বাংলা ট্রিবিউনকে জানানন, আমার তিন ছেলেই উচ্চশিক্ষিত। তিন ছেলের মধ্যে মামুন দ্বিতীয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে মাস্টার্স পাস করেন। মামুন রাবি’র শাহ মখদুম হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন ছাত্রলীগেরও সভাপতি ছিলেন মামুন। এলাকার মানুষের কাছে ছিলেন খুবই জনপ্রিয়। আঙ্গুর মিয়া বলেন, ‘এমপি লিটনও পছন্দ করতেন মামুন। বলতেন, তার যোগ্য উত্তরসূরি। এগুলোই কাল হয়েছে মামুনের। জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা তাকে টার্গেট করেই হত্যা করে।’

আঙ্গুর মিয়া বলেন, ‘মামুন হত্যাকাণ্ডের বিচার যেন দ্রুত হয় এবং আসামিরা যেন ধরা পড়ে তার চেষ্টা করেছিলেন এমপি লিটন। দুর্ভাগ্য হচ্ছে যে, পুলিশ এ মামলার একজন আসামিও গ্রেফতার করতে পারেনি। উল্টো আসামিরা আমাদের বাড়ি-ঘর জ্বালিয়ে ও প্রাণনাশেরও হুমকি দিচ্ছে।’ তিনি বলেন, ‘এমপি লিটন ও মামুন হত্যাকাণ্ড একইসূত্রে গাঁথা। কারণ, মামুন জীবিত থাকলে এমপি লিটনকে হত্যা করা যাবে না। এ কারণে মামুনকে আগেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে খুনিরা।’    

এমপি লিটন হত্যার পর মামুন হত্যা মামলার সাক্ষীদেরও  আসামিরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলে জানান মামুনের বাবা আঙ্গুর মিয়া। তিনি বলেন, ‘মামুন হত্যা মামলার অন্যতম আসামি ও সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান (বর্তমানে বরখাস্ত) জামায়াত নেতা মাজেদুর রহমান এই মামলার এক নম্বর সাক্ষী মাইনুল ইসলামকে হুমকি দিয়ে বলেন, আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবা? পুলিশ মরেছে, এমপি মরেছে। তোমাদের তি জীবনের মায়া নাই?’

সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও রামজীবন ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমানও ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলার আসামি জানিয়ে আঙ্গুর মিয়া বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর বাজারপাড়া গ্রামের মন্টুকে মোবাইলে ফোনে হুমকি দিয়ে মিজানুর রহমান বলেন, বাড়াবাড়ি করবি, মামুনকে যেভাবে শোয়াইছি, তোকেও সেভাবে শোয়াইয়া দিব। তখন মোবাইল ফোনেই আমাদের ও মাইনুলের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন তিনি।’

মামুনের বড় ভাই মামলার বাদী খালেদ রেজা বাবুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামিনে বেরিয়ে আসামিরা প্রকাশ্যেই বাড়ির সামনে দিয়ে মহড়া দিয়ে যায়। হুমকি দেয়। দিনের বেলায় বের হলেও একা বের হই না। আর বের হলেও সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসি। রাতে নিকটাত্মীয় এলেও পুরোপুরি নিশ্চিত না হয়ে দরজা খুলি না। এমপি লিটন হত্যার পর সেই আতঙ্ক আরও বেড়েছে।’

মামুন হত্যা প্রসঙ্গে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটা টগবগে মেধাবী তরুণকে প্রকাশ্যে হত্যা করা হলো। তিন বছর পরও সেই মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করা হলো না কেন? এমপি লিটন হত্যার পর তাও জানতে চেয়েছি সুন্দরগঞ্জ থানার ওসির কাছে। কোনও জবাব নেই তাদের।’

এ প্রসঙ্গে সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চার্জশিট দেওয়ার পর মামলা বিচারাধীন আছে। আসামিদের অনেককেই গ্রেফতার করা হয়েছে।’ বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 আরও পড়ুন: গুলিবিদ্ধ এমপি লিটন মারা গেছেন

এমপি লিটন হত্যায় গ্রেফতার কে এই মাসুদ?

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা