X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

খুলনায় খোলা হচ্ছে ভারতীয় দূতাবাসের শাখা অফিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ১৮:০০আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৮:০৬

খুলনায় ভারতীয় দূতবাসের সহকারী একটি অফিস খোলা হচ্ছে, বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা। বৃহস্পতিবার খুলনা শিল্প ও বণিক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সভায় ভারতীয় হাই কমিশনারসহ অন্যরা অনুষ্ঠানে হাই কমিশনার বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে খুলনার গুরুত্ব অনুধাবন করতে এই শহরে আমরা একটি সহকারী হাই কমিশন খোলার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি যে, আনুষ্ঠানিক কাজগুলো শেষ হয়ে গেলেই আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্যক্রম শুরু করতে পারবো।’

খুলনার সঙ্গে ভারতের যোগাযোগ বিশেষভাবে উল্লেখযোগ্য জানিয়ে হর্ষবর্ধন বলেন, ‘এটি (খুলনা) শুধু কলকাতা সংলগ্ন বাংলাদেশের একটি শহর নয়, এর অতীতের সঙ্গে পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যের একটি অন্তরঙ্গ ইতিহাস রয়েছে। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর, দেশ স্বাধীন হওয়ার একদিন পরে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনীর যৌথ প্রচেষ্টায় মুক্ত হয় খুলনা। ভারতীয় সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকারের সঙ্গে খুলনার বিশেষ সম্পর্ক রয়েছে। কারণ তিনি ১৯৪৬ সালে দেশ বিভাগের আগে সাংবিধানিক সভায় যে সংবিধান উত্থাপন করেছিলেন তাতে খুলনা, যশোর, বরিশাল এবং ফরিদপুর অন্তর্ভূক্ত ছিল। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনও খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।’

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ-ভারতের মধ্যেকার অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুই দেশে মধ্যে চলমান পারস্পারিক সহায়তা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক ও মিজানুর রহমান মিজান। এছাড়াও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কাজী আমিনুল হক, খুলনার জেলা কমিশনার আব্দুস সামাদ, ডিআইজি মনিরুজ্জামান, পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

/সবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা