X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৭, ১৫:৪৭আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৫:৫২

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে এটিএন নিউজ কর্তৃপক্ষ। এটিএন নিউজের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপক মোশাররফ আলম সিদ্দিকী এ অভিযোগ দায়ের করেন।

ক্যামেরা পারসন আলীমকে মারধর করছে পুলিশ অভিযোগে বলা হয়, ‘তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলার হরতাল চলাকালে বেলা পৌনে ২টার দিকে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। এসময় ক্যামেরাপারসন আ. আলীম সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করছিলেন। এমন সময় আলীম কিছু বুঝে ওঠার আগেই বেশ কয়েকজন পুলিশ সদস্য কোনও ধরণের উসকানি ছাড়াই অকথ্য ভাষায় গালাগাল করে আলীমকে কিল, ঘুষি, চড়, থাপ্পড় ও রাইফেলের বাট দিয়ে বেদম আঘাত ও মারপিট শুরু করে। এমনকি ক্যামেরা কেড়ে নেয়ারও চেষ্টা চালায়।’

অভিযোগে আরও বলা হয়, ‘আলীমকে মারধর করতে দেখে এটিএন নিউজের স্টাফ রিপোর্টার কাজী ইহসান বিন দিদার তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তাকেও কিল, ঘুষি, চড়, থাপ্পড় ও রাইফেলের বাট দিয়ে একের এক আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে তাদের দু’জনকে কয়েকজন পুলিশ সদস্য মিলে লাথি মারতে মারতে, টেনে হিঁচড়ে শাহবাগ থানার অভ্যন্তরে নিয়ে যায়। ওই সময়েও তাদের ওপর উপর্যপুরি মারধর ও আঘাত করেন পুলিশ সদস্যরা।’

এসময় থানার অভ্যন্তরে আরও পুলিশ সদস্যরা যুক্ত হয়ে হত্যাচেষ্টার উদ্দেশ্যে আলীম ও কাজী ইহসান বিন দিদারকে শরীরের বিভিন্নস্থানে আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা ও বিভিন্নভাবে একের পর এক গুরুতর আঘাত ও মারধর করতে থাকে। ভাঙচুর করা হয় আলীমের সঙ্গে থাকা এটিএন নিউজের ক্যামেরা। এসময় কয়েকজন সংবাদকর্মী তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসে আক্রমণে থাকা পুলিশ সদস্যদের হেফাজত থেকে আলীম ও কাজী ইহসান বিন দিদারকে উদ্ধার করে।

পরবর্তীতে আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসকরা এই দুজনের শরীরে গুরুতর জখমের আলামত পান। তাদের সেখানে চিকিৎসা দেওয়া হয়। পরে থানায় এসে বিভিন্ন ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্র ও স্থিরচিত্র থেকে হামলাকারী কয়েকজন পুলিশ সদস্যকে শনাক্ত করা যায়। এর মধ্যে শাহবাগ থানা পুলিশের এএসআই এরশাদ মণ্ডল, পুলিশ কনস্টেবল মোখলেছুর, পুলিশ কনস্টেবল হোসেন কবির ও পুলিশ কনস্টেল সবুজ খানকে শনাক্ত করা যায়। এছাড়াও আরও অন্তত ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যকে প্রাথমিক শনাক্ত করা সম্ভব হয়। পাশাপাশি সেখানে থাকা সিসিটিভি থেকে বিনা উসকানিতে হামলাকারী অন্য পুলিশ সদস্যদেরও শনাক্ত করা সম্ভব হবে।

শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনবে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, কিন্তু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে গেলে কিছু নিয়ম মেনে করতে হয়। আমরা সেগুলোই করছি, এগুলো শেষে মামলা করা হবে।’

এর আগে, বৃহস্পতিবার দুপুরে হরতালের নিউজ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মারধরের শিকারের ঘটনায় শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এরশাদকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে। এছাড়া তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন— রমনা জোনের এডিসি (অ্যাডমিন) নাবিদ কামাল শৈবাল, এডিসি আজিমুল হক ও এসি ইহসানুল হক।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে:পরিবেশমন্ত্রী
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে:পরিবেশমন্ত্রী
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ