X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে গবেষণা মঞ্জুরি পেয়েছেন ২৩২ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫১


বিএসএমএমইউতে গবেষণা মঞ্জুরি প্রদান করছেন উপাচার্য ডা. কামরুল হাসান খান মেডিক্যাল শিক্ষায় উচ্চতর গবেষণার জন্য ২৩২ জন শিক্ষার্থীকে এবছর গবেষণা মঞ্জুরি প্রদান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপউপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অফিস থেকে এ মঞ্জুরি প্রদান করা হয়। চলতি বছরে মেডিসিন অনুষদে ১১০ জন, সার্জারি অনুষদের ৭৭ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ৩৭ জন এবং ডেন্টাল অনুষদের আট জন শিক্ষার্থী এই গবেষণা মঞ্জুরি  পেয়েছেন। প্রত্যেক শিক্ষার্থীকে গবেষণার প্রকারভেদে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়। ৬ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মাঝে গবেষণা মঞ্জুরি  প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন,কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় গবেষণা ও মানসম্মত শিক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাংকিং-এ স্থান করে নিয়েছে। বর্তমান প্রশাসন গবেষণার ওপর গুরুত্বারোপ করেছে এবং গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে।’ একইসঙ্গে আবাসিক শিক্ষার্থীদের মাসিক পারিতোষিক দ্বিগুণ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জন্য এক হাজার বেডের হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’
সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন,‘গবেষণার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনীতে শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসকদের নিয়োজিত থাকতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান প্রশাসন চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করছে। আগামীতে যেসকল শিক্ষার্থী আন্তজার্তিক মানের গবেষণা করবে তাদেরকে পুরস্কার প্রদান করা হবে।’

অপরদিকে,উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন বলেন, ‘ উন্নতমানের গবেষণাকে বাস্তবায়ন করতে ছাত্রছাত্রীদের পেছনে শিক্ষকদের সময় দিতে হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে  কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল বলেন, ‘গবেষণা মঞ্জুরি বাড়াতে বর্তমান প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।’

/জেএ/ এপিএইচ/

আরও পড়ুন: 

ঠেঙ্গার চরে রোহিঙ্গা পুনর্বাসনে দাতাগোষ্ঠীর সঙ্গে পরামর্শের নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ