X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

উদ্ধার বোমাগুলোর মধ্যে দুটি নিষ্ক্রিয় করা হয়েছে (ভিডিও)

আমানুর রহমান রনি
১৮ মার্চ ২০১৭, ১১:০৮আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১২:২১

খিলগাঁও হামলাকারীর সঙ্গেও রয়েছে ব্যাগ

খিলগাঁও শেখের জায়গা এলাকায় র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টাকারী যুবকের ব্যাগ থেকে তিনটি বোমা ও ভেস্ট উদ্ধার করা হয়েছে। ভেস্টের মধ্যে দুটি বোমা ছিল। মোট পাঁচটি বোমার মধ্য থেকে দুটি নিষ্ক্রিয় করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট।  

শনিবার সকালে র‌্যাব-৩ এর সিও লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। এছাড়া ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করছে।

তিনি জানান, ভোর পৌনে ৫টার দিকে ২০-১৫ বছর বয়সী মোটরসাইকেল আরোহী ওই যুবককে সন্দেহ হলে চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যরা তাকে থামার সিগন্যাল দেয়। সে না থামায় তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিল সে বিষয়ে আমাদের কিছু জানা নেই।নিহত যুবক জঙ্গি কিনা এটা তারা এখনও নিশ্চত নন তারা।

উদ্ধার বোমাগুলোর মধ্যে দুটি নিষ্ক্রিয় করা হয়েছে (ভিডিও)

র‌্যাব অধিনায়ক আরও বলেন, 'গুলি করার পর ওই যুবক মোটরসাইকেল থেকে পড়ে যায়। এরপর মেটাল ডিটেক্টর দিয়ে তার দেহে তল্লাশি চালানো হয়। সেটা সিগন্যাল দিলে ধারণা করা হয় যে তার শরীর ও ব্যাগে বিস্ফোরক রয়েছে। পরে ব্যাগ থেকে তিনটি বোমা উদ্ধার করি। সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলে।'

উদ্ধার বোমাগুলোর মধ্যে দুটি নিষ্ক্রিয় করা হয়েছে (ভিডিও)

রামপুরা-ডেমরা স্টাফ কোয়ার্টার সড়কের মেরাদিয়া থেকে আড়াই কিলোমিটার দূরে মোস্তাক মাঝি মোড়ের আমিন মোহাম্মদ হাউজিংয়ের শেখের জায়গা সড়কের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে। যে এলাকায় ও ঘটনা ঘটেছে তার আশেপাশে তেমন বসতি নেই। ঘটনাস্থলের কাছে শুধু একটি টিনের ঘর। আর রাস্তার পাশে র‌্যাবের একটি চেকপোস্ট রয়েছে।

 

/এসটি/  

আরও পড়ুন:

হামলাকারীর মোটরসাইকেলে নেই নম্বরপ্লেট

হামলাকারীর দেহে বিস্ফোরক বাঁধা রয়েছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংক ব্রাঞ্চ কিউআর টেলার সার্ভিসের উদ্বোধন
প্রিমিয়ার ব্যাংক ব্রাঞ্চ কিউআর টেলার সার্ভিসের উদ্বোধন
ব্যাটারিচালিত ও রঙচটা যান আর চালানো যাবে না ঢাকায়
ব্যাটারিচালিত ও রঙচটা যান আর চালানো যাবে না ঢাকায়
ভারতে গিয়ে এমপি আনার নিখোঁজ?
ভারতে গিয়ে এমপি আনার নিখোঁজ?
আমাদের পায়ের নিচে মাটি নেই: রিজভী
আমাদের পায়ের নিচে মাটি নেই: রিজভী
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক