X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

পরিবার পরিকল্পনা অধিদফতরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ২০:১২আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২০:১৫

মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদফতরে আগুন

রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদফতরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৯ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মোঃ আব্দুল মালেককে আহ্বায়ক করে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (অর্থ) প্রণব কুমার নিয়োগী, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. সমির কান্তি সরকার, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (স্বাস্থ্য) খায়রুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ হান্নান, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক সমরেন্দ্রনাথ বিশ্বাস এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মোঃ ফয়সাল শাহ।

কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

প্রসঙ্গত, শনিবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য অধিদফতরের মালিকানাধীন হেলথ ওয়ার্কশপের গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে রবিবার দুপুর ১২টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি, গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ ঘটনায় পরিবার পরিকল্পনার যত মেথড, প্রয়োজনীয় ওষুধ, জন্ম নিয়ন্ত্রণের অপারেশনে ব্যবহৃত গ্লাভস, ওষুধের কার্টন, মা ও শিশু স্বাস্থ্যের জন্য ব্যবহারযোগ্য ৩৬ ধরনের ওষুধ পুড়ে গেছে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (ড্রাগ অ্যান্ড স্টোর) হানিফুর রহমান।

/জেএ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কক্সবাজার মেরিন ড্রাইভে সড়কে পর্যটকসহ নিহত ২
কক্সবাজার মেরিন ড্রাইভে সড়কে পর্যটকসহ নিহত ২
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
কমলাপুর আইসিডি টার্মিনালের দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়কে দেওয়ার সুপারিশ
কমলাপুর আইসিডি টার্মিনালের দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়কে দেওয়ার সুপারিশ
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক