X
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
২ জ্যৈষ্ঠ ১৪৩১

‘ধর্ষণের ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৭, ১৩:২৫আপডেট : ১৩ মে ২০১৭, ১৩:৩০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মানবাধিকার কমিশনের সদস্য মো বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে মানবাধিকার কমিশন। আজ শনিবার (১৩ মে) সকালে হোটেল রেইনট্রি পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেছেন মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম।
শনিবার সকাল ১০টার দিকে পরিদর্শন করতে হোটেল রেইনট্রিতে যান মানবাধিকার কমিশনের দুই সদস্য মো. নজরুল ইসলাম ও শরীফ উদ্দিন। দুই ঘণ্টারও বেশি সময় তারা হোটেলে অবস্থান করেন। এসময় তারা হোটেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, নিরাপত্তাকর্মী, খাবার পরিবেশনকারীসহ ৮-৯ জনের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থল রুমগুলোও বাইরে থেকে পরিদর্শন করেন তারা।
পরিদর্শন শেষে নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘হোটেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে আমার কথা বলেছি। ওই রুমে যারা খাবার পরিবেশন করেছিল, তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। সব মিলিয়ে ৮-৯ জনের সঙ্গে কথা হয়েছে আমাদের। আমরা জানতে পেরেছি, জন্মদিনের কথা বলে দু’জন হোটেলে হোটেলের রুম বুকিং দিয়েছিলেন। গেস্টসহ তারা কখন এসেছেন, কতক্ষণ ছিলেন- এসব তথ্য আমরা জানতে পেরেছি। হোটেল কর্তৃপক্ষ বলছে, তারা অস্বাভাবিক কিছু দেখেনি।’
হোটেলের যে রুমগুলোতে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে, সেই রুমগুলোতে প্রবেশ করতে পেরেছেন কিনা, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, রুমগুলো পুলিশ ‘ক্লোজড’ করে দিয়েছে। তাই আমরা রুমের ভেতরে ঢুকতে পারিনি। আমরা বাইরে থেকে দেখেছি।’
হোটেলের সিসিটিভি ফুটেজ প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। তবে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ২৮ দিনের ফুটেজ সংরক্ষণ করে। তাই ওইদিনের ফুটেজ তাদের কাছে নেই। কর্তৃপক্ষ বলছে, হোটেলটি মাত্র চালু হয়েছে। তাদের সব সিস্টেম এখনও কার্যকর হয়নি। আর আমাদের মনে হয়েছে, হোটেল কর্তৃপক্ষের গাফিলতি হয়েছে।’
ধর্ষণের শিকার দুই তরুণীর সঙ্গে এখনও কথা হয়নি জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘তাদের সঙ্গে এখনও আমাদের কথা হয়নি। তবে তাদের সঙ্গেও আমরা কথা বলব। সবকিছু জানার পরই আমরা চূড়ান্ত প্রতিবেদন দেবো। কথা হয়নি। বলব। সব জানার পর প্রতিবেদন দেবো। নির্ধারিত ১৫ দিনের মধ্যেই আমরা প্রতিবেদন জমা দেবো। তবে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, এই ঘটনায় মানবাধিকা লঙ্ঘিত হয়েছে।’
উল্লেখ্য, ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন দুই তরুণী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

আরও পড়ুন-

অস্ত্র জমা দিয়ে হোটেলে ঢুকেছিল সাফাতরা, দাবি রেইনট্রি কর্তৃপক্ষের


/জেএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বিশেষ নজর দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বিশেষ নজর দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
গাজায় নিজেদের গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত
গাজায় নিজেদের গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত
‘সরকার রাস্তার জমি উদ্ধার করতে পারে, নদী কেন পারে না?’
‘সরকার রাস্তার জমি উদ্ধার করতে পারে, নদী কেন পারে না?’
মেশিনের আঘাতে গ্যাস লাইনে লিকেজ, ১৫ কারখানার উৎপাদন বন্ধ
মেশিনের আঘাতে গ্যাস লাইনে লিকেজ, ১৫ কারখানার উৎপাদন বন্ধ
সর্বাধিক পঠিত
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
শিক্ষার্থী ভর্তির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ
রণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
উদ্বিগ্ন হোয়াইট হাউজরণক্ষেত্রে রুশ অগ্রগতি পাল্টে দিতে পারে ইউক্রেন যুদ্ধের গতিপথ
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
বাবার নির্বাচনি প্রচারণায় নামা মেয়ের গাড়ির ধাক্কায় শিশু নিহত
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার
সৌরবিদ্যুতের দাম নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার