X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউ’তে ৩০ আগস্টের মধ্যে সব মডেল ওয়ার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৭, ০০:১৪আপডেট : ১৪ জুলাই ২০১৭, ০০:১৪

নার্সিং পেশার উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য ও অন্যান্যরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সব ওয়ার্ডকে আগামী ৩০ আগস্টের মধ্যে মডেল ওয়ার্ডে উন্নীত করা হবে বলে ঘোষণা দিয়েছেন এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। একই সঙ্গে দেশের সেরা ও আন্তর্জাতিক মানের নার্সিং সেবা নিশ্চিত করতে এবং চলতি বছরের ১৫ আগস্টের মধ্যে নার্সিং সেবায় আরও উন্নতি আনার কর্মসূচির ঘোষণাও দেন তিনি।
বৃহস্পতিবার (১৩ জুলাই) মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে নার্সিং অফিসারদের প্রশাসন ও ব্যবস্থাপনার ওপর তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ উপাচার্য। এখানেই তিনি আরও জানান, নার্সদের জন্য বিদ্যমান করণীয় তিনটি বিষয়ের প্রশিক্ষণে কাজ করা হবে। এগুলো হলো হাসিমুখে রোগীদের সঙ্গে কথা, নিজ হাতে ওষুধ খাওয়ানো এবং কাজের বাইরেও প্রতিদিন রোগীর কুশলাদি জানতে চাওয়া।
আগামী ১৫ আগস্টের মধ্যে নার্সিং সেবায় দৃশ্যমান পরিবর্তন আনার কর্মসূচি দিয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘শুধু ৮ ঘণ্টা বা অফিসের নির্ধারিত সময়টুকু কাজ করলেই সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। এজন্য স্বেচ্ছাশ্রমও প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের সামগ্রিক উন্নয়নে বর্তমান প্রশাসন অত্যন্ত আন্তরিক ও সহায়তা দিতে প্রস্তুত। এমনকি হাসপাতালের ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমাকেও ডাকা হলে আমার কোনও আপত্তি নেই।’
এক মাসের মধ্যে নার্সিং সেবার সুপারভিশন, মনিটরিং ও ফলোআপ সঠিকভাবে সম্পন্ন করতে গ্রুপ করে রাউন্ড দেওয়া, রোগীসহ কারও সঙ্গে খারাপ ব্যবহার না করে বুঝিয়ে বলা, নার্সিং অফিসারসহ জুনিয়র নার্সদের দায়িত্ব-কর্তব্য, আবশ্যিক পালনীয় ও শিক্ষণীয় ক্লাস নেওয়া, পরিষ্কা-পরিচ্ছন্ন পরিবেশের দিকে খেয়াল রাখার প্রতিশ্রুতি দিয়েছেন অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিএসএমএমইউ’র ৩৯ জন নার্সিং অফিসার নার্সিং সেবার উন্নয়নের ক্ষেত্রে যে কোনও প্রয়োজনে উপাচার্য, উপ-উপাচার্যগণ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, পরিচালকের (হাসপাতাল) কাছে এলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘বর্তমান প্রশাসন গণতান্ত্রিকভাবে সামগ্রিক কার্যক্রম পরিচালনা করতে বিশ্বাসী। পারস্পরিক শ্রদ্ধাবোধ, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাসহ সবাই মিলেমিশে কাজ করার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।’

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘রোগীদের উন্নত নার্সিং সেবা প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সদের ফিলিপাইন, ব্যাংকক ও ভারতের কেরালার নার্সদের মতো হতে হবে।’

সভায় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ডা. জামাল উদ্দিন খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, নার্সিং সুপারিন্টেনডেন্ট সান্ত্বনা রানী দাসসহ অন্যান্যরা।

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি