X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মুক্তামনিকে দেখতে হাসপাতালে মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৭, ১৪:৫০আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৫:০২

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে মুক্তামনির পাশে মুশফিকুর রহিম ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি ‘লিমফেটিক ম্যালফরমেশন’ রোগে আক্রান্ত মুক্তামনিকে দেখতে গেলেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। শনিবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে তিনি এখানে আসেন।

মুক্তামনির কাছে কেন এলেন আর খবর পেলেন কিভাবে জানতে চাইলে মুশফিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনলাইনের মাধ্যমে মুক্তামনির কথা জেনেছি। ওর অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়েছে। এতটুকু একটা মেয়েকে তার দেহের চেয়ে ভারী বোঝা বয়ে বেড়াচ্ছে।’

হাসপাতালে আসার আগে মুক্তামনির সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুশফিক। এ কথা জানিয়ে তিনি বলেন, ‘ফোনে কথা বলার পর ওকে দেখতে ইচ্ছে করেছে। মুক্তামনির বাবার (ইব্রাহীম হোসেন) সঙ্গেও ফোনে কথা বলেছি। তাদের বলেছিলাম হাসপাতালে আসবো। তাই এসেছি।’

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে মুক্তামনির পাশে মুশফিকুর রহিম মুক্তামনির কেবিনে ঢুকে তার মাথায় হাত বুলিয়ে মুশফিক বলেছেন, ‘তুমি চিন্তা করবে না। পুরো দেশ তোমার সঙ্গে আছে। তুমি সুস্থ হয়ে যাবে। আমার সঙ্গে যার দেখা হয় তাকেই তোমার কথা বলি, তোমার জন্য দোয়া চাই।’

তখন মুশফিককে মুক্তামনি বলেছে, ‘আপনি ও আপনারা আমার জন্য দোয়া করবেন।’

গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির পর প্রাথমিকভাবে চিকিৎসকরা চারটি রোগের কথা ধারণা করলেও অনেক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে লিমফেটিক ম্যালফরমেশন রোগে ভুগছে মুক্তামনি। এটি একটি জন্মগত রোগ (কনজিনেটাল ডিজিস)। এর বিশেষত্ব হচ্ছে জন্মের পরপরই কিছু ক্ষেত্রে এর প্রকাশ পায় কারও ক্ষেত্রে, আবার কারও ক্ষেত্রে পায় না।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে মুক্তামনির পাশে মুশফিকুর রহিম তবে মুক্তামনি এতদিন অবহেলা আর অপচিকিৎসার শিকার হয়েছে বলে পরিবার এবং চিকিৎসকদের পক্ষ থেকেও বলা হচ্ছে। অবশ্য দেরিতে হলেও চিকিৎসকরা এখন বলছেন, তারা আশাবাদী। দীর্ঘমেয়াদী এক চিকিৎসার পরে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরার মেয়েটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/জেএ/জেএইচ/

আরও পড়ুন-
‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’

‘আমার মেয়ে চিকিৎসকদের অবহেলার শিকার’

চারটি রোগের যে কোনও একটিতে আক্রান্ত মুক্তামনি 

‘লিমফেটিক ম্যালফরমেশন’ রোগে আক্রান্ত মুক্তামনি 

লেখাপড়া শিখবো, সাংবাদিক হবো: মুক্তামনির স্বপ্ন

মুক্তামনির কী অসুখ জানেন না চিকিৎসকরাও!

ঢামেকের বার্ন ইউনিটে মুক্তামনি

মুক্তামনির জন্য ‘এ পজেটিভ’ রক্ত আহ্বান

মুক্তামনির চিকিৎসা: পাড়ি দিতে হবে দীর্ঘ পথ

কেউ না কেঁদে পারলো না

বায়োপসির পর মুক্তামনির অপারেশন

মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সহায়তা চায় ‘অজানা’ রোগে আক্রান্ত মুক্তামনির পরিবার

মুক্তামনির রোগের নাম জানা যেতে পারে বুধবার

মুক্তামনির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি





সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ