X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৭, ১৪:১৮আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৬:২৯




শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মূল ভবনের চার তলায় শুক্রবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে আগুন লাগে। জানা গেছে, এয়ার ইন্ডিয়ার অফিস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বিকাল চারটা থেকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুরু হয়েছে সব ধরণের ফ্লাইট চলাচলের প্রক্রিয়া। তবে তা কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম।  




ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ইন্সপেক্টর পলাশ চন্দ্র মোদক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খবর পেয়েছি বেশ ধোঁয়া বের হচ্ছে। কোথা থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায় নি।’ তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সন্ধ্যা পর্যন্ত কোনও তদন্ত কমিটি হয়নি।

শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে বের হয়ে আসেন হজযাত্রীরা

 

এএপিবিএন’র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ উস সাদিক বলেন, ‘দুপুর ১টা ২৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে, তবে ধোঁয়া রয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’

শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে বের হয়ে আসেন হজযাত্রীরা

কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার ঘটনায় বিমানবন্দরের কার্যক্রম বিঘ্নিত হয়েছে। আগুন লেগেছে বহির্গমন টার্মিনালের চার তলায়, যেদিক দিয়ে দিয়ে মানুষ বিদেশে যায়। দ্বিতীয় তলা দিয়ে বিদেশগামী যাত্রীরা প্রবেশ করেন। অগ্নিকাণ্ডের পর তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আপাতত বিদেশ যাওয়ার ফ্লাইট ও অন্যান্য কার্যক্রম বন্ধ আছে। শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে বের হয়ে আসেন হজযাত্রীরা

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বিদেশ থেকে যারা আসছেন তাদের বের হতে কোনও সমস্যা হচ্ছে না। তারা নিচতলা দিয়ে বের হচ্ছেন।  

শাহজালাল বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট

ছবি: নাসিরুল ইসলাম। 

/আরজে/সিএ/এআর/এফএস/ এএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?