X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অজ্ঞান পার্টির হাতে বিমানের টিকিটের টাকা খোয়ালেন তরুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ০৬:৩০আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ০৬:৪৫

অজ্ঞান পার্টি রাজধানীর আরামবাগে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সজল (২৭) নামে এক তরুণ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন খুইয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সৌদি আরব যাওয়ার টিকিট কেনার জন্য ওই টাকা তিনি বহন করছিলেন বলে জানা গেছে। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
সজলের চাচা কাওরান বাজারের কাঁচামাল ব্যবসায়ী শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সজলের বাড়ি বরিশাল। সৌদি যাওয়ার জন্য বিমানের টিকিট কাটতে তিনি বুধবার সকালে ঢাকায় আসেন। ওই টিকিটের দাম ৮০ হাজার টাকা। তবে তার কাছে কিছু টাকা কম ছিল। ৮০ হাজার টাকা পূরণ করতে সজল ধার করার জন্য সকালে সাভারে তার ভগ্নিপতির বাসায় যান। সেখান থেকে টাকা নিয়ে বিআরটিসি বাসে করে সাভার থেকে মতিঝিলের পথে রওনা দেন তিনি।
শহীদুল ইসলাম জানান, বিকালে আরামবাগ পুলিশ বক্সের কাছে বিআরটিসি পরিবহন থেকে তাকে অচেতন অবস্থায় নামানো হয়। এরপর তার ভগ্নিপতির মোবাইলে ফোন করে জনৈক একজন সজলের অচেতন হয়ে পড়ে থাকার খবর দেন। ভগ্নিপতি ফোন করে শহীদুল ইসলামকে বিষয়টি জানালে তিনি আরামবাগ থেকে সজলকে উদ্ধার করে সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এসআই বাচ্চু মিয়া জানান, বুধবার সন্ধ্যায় সজলকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার কাছে থাকা ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন অজ্ঞান পার্টির সদস্যরা হাতিয়ে নিয়েছে বলে শুনেছি। সজল সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন-

রাজধানীতে পুলিশ সদস্যের স্ত্রীর ‘আত্মহত্যা’

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

/এআইবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!