X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ইয়াবা নিয়ে বাবা-মা, দুই ভাইসহ আটক ছয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৭, ০২:৫৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ০৩:০৩

ইয়াবা চট্টগ্রাম থেকে ইয়াবার একটি চালান ঢাকায় পাঠানো হয় কুরিয়ারের মাধ্যমে। এরপর মাদক ব্যবসায়ীরা চলে আসে ঢাকায়। স্থানীয় একটি হোটেলে ওঠে তারা। সেখানে বসেই কুরিয়ারের কাছ থেকে ইয়াবার চালান ডেলিভারি নেয়। তারপর ইয়াবা বিক্রি করে টাকা নিয়ে ফের চট্টগ্রাম ফিরে যায় তারা। আর এই চক্রটির সঙ্গে জড়িত রয়েছে একই পরিবারের বাবা-মা, দুই ভাইসহ বেশ কয়েকজন ।
এমন একটি মাদক বিক্রেতা পরিবারের চারজনসহ মোট ছয় জনকে আটক করেছে র‌্যাব- ২। রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ড্রিম হ্যাভেন থেকে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির অগ্রিম দুই লাখ ছয় হাজার ছয়শ’ টাকা ও পরবর্তীতে অভিযান চালিয়ে আট  হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক  ব্যক্তিরা হলো- বাবা আব্দুল আজিজ (৬৪), মা রিনা আক্তার (৫০), তাদের বড় ছেলে মো. সুমন, ছোট ছেলে মো. রতন (২৩), সহযোগী হোটেল ম্যানেজার এনামুল হক নয়ন (৩২) ও সারোয়ার কামাল (৩২)।
র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (স্পেশাল কোম্পানি) মেজর মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, ‘আমাদের কাছে চট্টগ্রাম থেকে কুরিয়ারের মাধ্যমে ইয়াবার বড় চালান আসার তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে আমরা কুরিয়ার সার্ভিসের এখানে (অফিসে) অবস্থান নেই। কিন্তু দু’টি চালান নিয়ে ব্যবসায়ীরা সেখান থেকে কৌশলে কেটে পড়ে। পরবর্তীতে আমরা জানতে পারি, তারা এই চালান নিয়ে পান্থপথের হোটেল ওলিও ড্রিম হ্যাভেনে অবস্থান করছে।’

মেজর মোহাম্মদ আলী বলেন, ‘শনিবার বিকালে ওই হোটেলে অভিযান চালিয়ে ১০০৪ নম্বর কক্ষ থেকে পাঁচ জন ও হোটেল ম্যানেজারকে আটক করি। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির অ্যাডভান্স দুই লাখ ছয় হাজার ছয়শ’ টাকা উদ্ধার করি। এরপর কুরিয়ার থেকে  ইয়াবার আরেকটি চালান তাদের মাধ্যমে ডেলিভারি গ্রহণ করিয়ে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করি ।’

আটক  ব্যক্তিদের মধ্যে চার জন একই পরিবারের উল্লেখ করে মোহাম্মদ আলী বলেন, ‘এদের মধ্যে বাবা-মা ও দুই ভাই রয়েছে। তারা প্রত্যেকে এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।’
অভিনব কায়দায় তারা মাদক চালান চট্টগ্রাম থেকে ঢাকায় এনে বিক্রি করে বলে উল্লেখ করেন এই র‌্যাব কর্মকর্তা। তিনি বলেন, ‘চট্টগ্রাম থেকে তারা দু’টি প্যাকেটের একটিতে কাপড় ও অন্যটিতে ইয়াবা রেখে দু’টোতেই কাপড় আছে বলে ঢাকায় কুরিয়ার করে। তারপর তারা সঙ্গে সঙ্গে ঢাকা রওনা হয়। ঢাকায় এসে হোটেল ওলিও ড্রিম হ্যাভেনে অবস্থান নেয়। সেখানে থেকে চালানের ডেলিভারি গ্রহণ করে। আর এই চালান পাঠানো হয় হোটেল ম্যানেজারের নামে। তার সহযোগিতায় হোটেলে অবস্থান করে ইয়াবা চালান নির্দিষ্ট ক্রেতাদের কাছে বিক্রি করে আবার চট্টগ্রাম ফিরে যায় তারা।’

ঢাকাতে কারা এই মাদকের চালান ক্রয় করে সে বিষয়ে জানতে চাইলে র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আটক ব্যক্তিরা মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা করা হয়েছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে।’

আরও পড়ুন: 

বাল্যবিয়ে নিয়ে রুলের জবাব মেলেনি পাঁচ মাসেও

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়