X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে চুলার আগুনে দগ্ধ গার্মেন্টসকর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ০৮:৩৬আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ০৮:৩৬

আগুন রাজধানীর মিরপুরের রূপনগরে আগুনে দগ্ধ আসমা (১৪) নামের একজন গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে আসমা খাবারের জন্য রান্নাঘরে গেলে দুর্ঘটনাবশত কেরোসিনের বোতল থেকে কেরোসিন তেল তার শরীরে পড়ে। মুহূর্তেই চুলার আগুন তার সারাশরীরে ছড়িয়ে পড়ে। এসময় ওই একই বাসায় আসমার প্রতিবেশী নূর নবীসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

নূর নবী জানান, তিনি ভোলা বস্তিতে যে বাসায় থাকেন, ওই একই বাসার কাঠের দোতলায় থাকতেন আসমা। বাসায় নিচ তলায় রান্নাঘর এবং সেখানেই আসমাসহ অন্যরা খাবার খেতেন। রাতে গার্মেন্টস থেকে ফিরে আসমা খাবার খেতে আসেন। এসময় চুলায় ভাত বসানো ছিল। ভাত দেখতে গিয়ে তিনি দগ্ধ হন।

জানা গেছে, আগুনে দগ্ধ আসমার গ্রামের বাড়ি ভোলার ইলিশা গ্রামে। তার বাবার নাম আব্দুল মান্নান। রূপনগর থানার দুয়ারীপাড়া ভোলা বস্তিতে থাকতেন তিনি।

এসআই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আসমার শ্বাসনালীসহ শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। বিষয়টি রূপনগর থানাকে অবহিত করা হয়েছে।

 

/এআইবি/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ