X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিএনপির নির্বাচনে যাওয়া নাও হতে পারে: ইনাম আহমদ চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৭

বিএনপি ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী

নেতাকর্মীদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে তাতে বিএনপির নির্বাচনে যাওয়া সম্ভব নাও হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘গত কয়েকদিনে কয়েক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে তাতে বিএনপির নির্বাচনে যাওয়া হয়তো সম্ভব নাও হতে পারে। তবে বোঝাই যাচ্ছে আন্দোলনে জনগণ স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসছে। এরা তো সবাই বিএনপির কর্মী নন। তারা বিএনপিকে পছন্দ করেন। তারা চান বিএনপিকে ভোট দিতে।’

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন আয়োজিত ‘বিএনপি এখন কোন পথে?’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেছেন ইনাম আহমদ চৌধুরী।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী তিন দিনসহ বেশ কয়েকদিনের কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিও পালন করা হবে তবে শান্তিপূর্ণভাবেই। আর এই আন্দোলনটি সফলও হচ্ছে। কারণ, গণজাগরণ সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত মানুষ এই আন্দোলনের সঙ্গে রয়েছে।’

বিএনপি ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আরও বলেন, ‘এই আন্দোলনটিই শান্তিপূর্ণ। ফলে বলে দেওয়া যায়, এই আন্দোলনটিকে সহিংস রূপ দেওয়ার কোনও লক্ষণ নেই। এটা সত্যিকার অর্থেই শান্তিপূর্ণ। বিএনপির নেতাকর্মীদের ওপরে নির্দেশনা রয়েছে, কোনওভাবেই উত্তেজিত হয়ে আন্দোলন করা যাবে না। এ কারণেই যতগুলো কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার সবগুলোই শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে।’

দেশের বিরোধী দলের ব্যাপারে তিনি বলেন, ‘বর্তমানে যারা বিরোধী দলে রয়েছেন, তারা জনগণকে শ্রদ্ধা করেন না। তাদের বিরোধী দল বলা যায় না।’

বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার সালমান তারেক শাকিলের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন ইনাম আহমদ চৌধুরী।

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল,সাপ্তাহিক সম্পাদক গোলাম মোর্তোজা ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ। বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। 

 

 

/আরএআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড