X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

বনানীতে আড়ংকে দুই লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৩৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০২:৪৩

রাজউকের উচ্ছেদ অভিযান

কমন স্পেসকে (আবশ্যিক উন্মুক্ত স্থান) শো-রুম হিসেবে ব্যবহার করায় বনানীর আড়ং সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর লিফটের জায়গা অফিসের কাজে ব্যবহার করায় একই এলাকার ‘ইউনিক বিজনেস সল্যুশন’ নামের আরও এক প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বনানী এলাকায় রাজউকের নিয়মিত অভিযানে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আদিলুজ্জামানের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়। জেসমিন আক্তার ও আদিলুজ্জামানই এসব তথ্য জানিয়েছেন।

যে সব প্লট, ভবন, ফ্ল্যাটে অননুমোদিত গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বার রয়েছে এবং ফুটপাতে যেসব প্রতিষ্ঠানের অবৈধ র‌্যাম্প রয়েছে, সেসব স্থাপনা উচ্ছেদ করতে রাজউকের এ অভিযান চালিয়ে আসছে।

জেসমিন আক্তার ও আদিলুজ্জামান জানান, বনানীর জি ব্লকের ২নম্বর রোডের ১১নং হোল্ডিংয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার কমন স্পেসকে শো-রুমের কাজে ব্যবহার করছিল আড়ং। সেজন্য এ প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মালামাল সরিয়ে কমন স্পেস উন্মুক্ত করার জন্য এ প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে একই ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার লিফটের সামনের জায়গা অফিসের কাজে ব্যবহার করায় ‘ইউনিক বিজনেস সল্যুশন’কে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠানটিকেও ওই জায়গা থেকে মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।

তারা আরও জানান, একইভাবে ডি ব্লকের ৭৬নং হোল্ডিংয়ের সেট-ব্যাকে (ভবনের চারদিকের আবশ্যিক উন্মুক্ত স্থান) অবৈধভাবে নির্মিত ৮টি কাপড়ের দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া ৭০ নং হোল্ডিংয়ের সেট-ব্যাকে ব্যবসা চালিয়ে আসা আরও ১টি ফাস্ট ফুড ও ১টি কাপড়ের দোকান উচ্ছেদ করা হয়।

এদিকে, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অঞ্চল-৫ (ধানমন্ডি, লালবাগ) এর অথরাইজড অফিসার আশীষ কুমার সাহার নেতৃত্বে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে ধানমন্ডির ১৬নং রোডের (পুরাতন ২৭) দুইটি আবাসিক ভবনে অবৈধভাবে পরিচালিত দুইটি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেন।

 

/এসএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল