X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘প্রয়োজন নয়, পয়সা আয় হবে ভেবেই প্রকল্প নেওয়া হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ১৯:০০আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৯:৫৯

বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ

প্রয়োজন নয়, পয়সা আয় করার ভাবনা থেকেই রাজধানীর বিভিন্ন সমস্যা সমাধানে প্রকল্প হাতে নেওয়া হয় বলে মন্তব্য করেছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ। তিনি বলেছেন, ‘রাজধানীর বিভিন্ন সমস্যা এমনভাবে সমাধানের চেষ্টা করা হয়, যেটা আবার সমস্যার জন্ম দেয়।’

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকালে ‘ঢাকার রাস্তায় যত বিপদ’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে হারুন উর রশীদ এসব কথা বলেন।

বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ বলেন, ‘উত্তরা এয়ারপোর্ট এলাকায় গেলে দেখা যাবে, হাইওয়ের পাশে বনসাই গাছ লাগানো আছে। বড় গাছ না লাগিয়ে বনসাই লাগানো হয়েছে। ভাবলাম, ভালো, এতে হয়তো নতুন কোনও কালচারের চর্চা হচ্ছে। এ ছাড়া, কিছু ফুলগাছ লাগানো হয়েছে। কিন্তু অনেকদিন হলো সেই ফুলগাছে ফুল ফুটছে না। কিন্তু কেন ফুটছে না? তার কারণ হলো– ওখানে ফুল ফোটানো হচ্ছে না। আর এই ফুল না ফোটানোর কারণ হলো– সমস্যার সমাধানই যদি হয়ে যায়, তাহলে তো নতুন করে কোনও প্রজেক্ট আসবে না। এর মানে কোনও সমস্যাকে এমনভাবে সমাধানের চেষ্টা করা হয়, যেটা আবার সমস্যায় রূপ নেয়। যেন পরে আবার তা সমাধানের চেষ্টা করা যায়, নতুন করে প্রজেক্ট আনা যায়। অর্থাৎ কোনও সমস্যাকে জিইয়ে রাখা হয়। এটা হলো প্রক্রিয়া।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের রাস্তার পাশে যেসব গাছ লাগানো হয় তার মধ্যে বেশ কয়েক প্রজাতির গাছ আছে যা বিদেশ থেকে আমদানি করা। আর এই গাছগুলোই ভেঙে পড়ছে বেশি। আমাদের নিজেদের দেশেই তো অনেক প্রজাতির গাছ রয়েছে। আম গাছ, কাঠাল গাছসহ বিভিন্ন গাছ। এগুলো তো লাগানো যায়, কিন্তু কেন বিদেশ থেকে আমদানি করা হয়? কারণ, বিদেশ থেকে কিছু আমদানি করা হচ্ছে –সেটা দেখানো। আর ওখানেই তো লাভটা বেশি।’

হারুন উর রশীদ বলেন, ‘আমি আমার সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, সিটি করপোরেশনের কোনও কর্মকর্তা, এমনকি পুলিশ বাহিনীর কোনও কর্মকর্তা যখন সাবেক হয়ে যান তখন তার কাছ থেকে অনেক ভালো ভালো পরামর্শ আসে। কিন্তু তারা পদে বহাল থাকা অবস্থায় এসব পরামর্শ মতো কাজ করেন না। হয়তো করার চেষ্টা করেন, কিন্তু কোথাও না কোথাও বাধার সম্মুখীন হন।’

হারুন উর রশীদ বলেন, ‘রাস্তায় যখন আমি চলাচল করি, তখন এভাবে কখনো ভাবিনি যে, আমি খুব বিপদের মধ্যে দিয়ে হাঁটি। কিন্তু এখন মনে হচ্ছে, আসলেই বিপদের মধ্য দিয়েই আমরা প্রতিনিয়ত চলাচল করি। এটাই বাস্তবতা। এই বৈঠকিতে উপস্থিত শিক্ষক ও গবেষকরা যা বলেছেন তা থেকে অনুধাবন করছি, এখন এই ঢাকা শহরটাকে পুনর্নির্মাণ করতে ভেঙে ফেলতে হবে। আমি জানি না, তা কতটুকু সম্ভব।’

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় বাংলা ট্রিবিউনের কার্যালয়ে এ বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ চ্যানেল ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, ফায়ার সার্ভিস মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, অ্যাকশন এইড কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, বুয়েটের শিক্ষক ড. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নঈম গওহার ওয়ারা এবং বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

আরও পড়ুন-

‘গণপরিবহন ব্যবস্থায় সংস্কার দরকার’

‘বৃষ্টির মৌসুমে প্রয়োজন না হলে রাস্তা খোঁড়াখুঁড়ি উচিত নয়’

‘সড়কের গাছগুলোর ঠিকমতো পরিচর্যা হয় না’

‘গণপরিবহনে যৌন হয়রানির ঘটনায় আমরা আতঙ্কিত’

/আরএআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
‘মাদকগ্রহণকারী নারীর সংখ্যা বাড়লেও চিকিৎসায় পিছিয়ে রয়েছে’
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?