X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এমসিকিউ তুলে দিতে শিগগিরই কমিটি

এস এম আববাস
০৬ মে ২০১৮, ১৩:০০আপডেট : ০৬ মে ২০১৮, ১৪:২২

এসএসসির এমসিকিউ প্রশ্নপত্র

পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নৈর্ব্যক্তিক (এমসিকিউ) প্রশ্ন পদ্ধতি তুলে দিতে শিক্ষাবিদদের নিয়ে শিগগিরই একটি কমিটি করবে সরকার। শিক্ষাবিদ ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নিয়ে গঠিত এই কমিটির সুপারিশের ভিত্তিতে এই পদ্ধতি তুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ রবিবার (৬ মে) গণভবনে এ বছরের এসএসসি পরীক্ষার ফলের সারাংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী।

আগামী এসএসসি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি তুলে দেওয়ার বিষয়ে বৃহস্পতিবার (৩ মে) স্পষ্ট ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন,‘আমরা এমসিকিউ পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই জানাবো।’

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার একটি কমিটি গঠন করবে। শিক্ষাবিদদের নিয়ে সভা সেমিনার করা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, কীভাবে এটি তুলে দেওয়া হবে।’

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (সরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের নিয়ে শিগগিরই একটি কমিটি করা হবে। এ কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।’

এমসিকিউ তুলে দেওয়ার বিষয়ে গত ৪ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, ‘এমসিকিউ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আমরা ২০১৫ সালে ঘোষণা করেছিলাম, ২০১৭ সাল থেকে এমসিকিউ বন্ধ হবে। ওইবছরই (২০১৭) ১০ নম্বর কমানো হবে। ওই সময় সিদ্ধান্ত ছিল, শিক্ষাবিদ ও সংশ্লিষ্টদের নিয়ে সেমিনার করে বিষয়টি স্থির করবো।’

গত এসএসসি পরীক্ষায় মোট ১৭টি বিষয়ের মধ্যে ১২টিরই এমসিকিউ অংশ ফাঁস হওয়ার পর গত ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেছিলেন, ‘আগামী এসএসসি পরীক্ষা থেকে নতুন কোনও ব্যবস্থাপনা অবশ্যই শুরু করবো। বিদ্যমান পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁস ঠেকানো শতভাগ সম্ভব হবে না। সেজন্য বিভিন্ন পরিকল্পনা, প্রস্তাব আমার কাছে এসেছে। আমার প্রস্তাবসহ বিভিন্ন প্রস্তাব শিক্ষাবিদদের কাছে নিয়ে যাবো।’

এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে এমসিকিউ প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় এ অভিযোগ সংক্রান্ত যাচাই-বাছাই কমিটি করে সরকার। গত ৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটি গত ১১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

কমিটি প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এমসিকিউ পদ্ধতি তুলে দেওয়ার সুপারিশ করে। প্রতিবেদনে বলা হয়, ‘ধীরে ধীরে এটি বাতিল করা প্রয়োজন।’

এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় বৃহস্পতিবার (৩ মে)। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আপনারা জানেন ছেলেমেয়েদের জন্য এমসিকিউ কী পরিমাণ বিপজ্জনক হয়েছে। এটা অভিভাবকরাও বুঝতে পারছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছেন। আমরা এমসিকিউ সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই জানাবো। বিষয়টি স্পর্শকাতর। কীভাবে করবো এখুনি বলা যাবে না।’

এমসিকিউ বাদ দেওয়ার বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন অনুষ্ঠানে বলেন, ‘এমসিকিউসহ পুরো পরীক্ষা পদ্ধতির একটি পরিবর্তন আসতে পারে। এমসিকিউ এখন যেরকম আছে—এ, বি, সি, ডি, সেরকম না করে তার একটা পরিবর্তন আসতে পারে। আক্ষরিক হতে পারে। এটা টোটালি বন্ধ করে সিকিউতে যেতে হবে। কিন্তু সিকিউ প্রশ্ন একজন ছাত্রের পক্ষে কতটা লেখা সম্ভব, সেটা বিবেচনায় নিতে হবে।’

সরকারের এই পরিকল্পনাকে শিক্ষাবিদদের অনেকেই স্বাগত জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি অনেক আগেই বলেছি, আমাদের দেশের জন্য এমসিকিউ পদ্ধতি মোটেও উপযুক্ত নয়। এমসিকিউ তখনই কার্যকর হয়, যখন একজন শিক্ষার্থীর পুরো জ্ঞানটা আয়ত্তে আসে। যখন একজন শিক্ষার্থী একটি প্যারাগ্রাফ ভালোভাবে পড়ে আয়ত্ত করে, তখন তার ওপর এমসিকিউ দেওয়া যেতে পারে। কিন্তু তা হচ্ছে না। তাই প্রয়োজন নেই এই পদ্ধতির। এটি প্রশ্নপত্র ফাঁস ও নকলের প্রবণতা তৈরি করবে।’

আরও পড়ুন:

টানা তিনবার এগিয়ে মেয়েরা

বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা, এগিয়ে ছেলেরা 

প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, এসএসসিতে পাসের হার ৭৭.৭৭ 

বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার খানিকটা কমেছে 

‘অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই, অনুপ্রাণিত করতে হবে’

সিলেটে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫

যশোরে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

/এএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিগের মাঝপথে কাউকে কিছু না বলে কানাডায় কেন বাংলাদেশের ফুটবলার!
লিগের মাঝপথে কাউকে কিছু না বলে কানাডায় কেন বাংলাদেশের ফুটবলার!
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু