X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার পর্যন্ত সময় পেলো ‘রুহ আফজা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৮, ২০:৩৯আপডেট : ১১ জুন ২০১৮, ২০:৪৮

 



রুহ আফজা (ইন্টারনেট থেকে নেওয়া ছবি) হামদর্দের উৎপাদিত পানীয় রুহ আফজা নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় দোষ স্বীকার করতে ১ দিন সময় চাওয়ায় আদালত তা মঞ্জুর করেছেন। সোমবার (১১ জুন) প্রতিষ্ঠানটির চেয়ারম্যার হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আদালতকে জানান, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তিনি তার প্রতিষ্ঠানের সব পণ্যের বিজ্ঞাপন সরিয়ে নেবেন। একইসঙ্গে তিনি আগামীকাল মঙ্গলবার পর্যন্ত সময় চান।

অননুমোদিত উপাদান দিয়ে খাদ্য তৈরি ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে গত ৩১ মে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত-১-এ মামলাটি করেন বিশুদ্ধ খাদ্য আদালতের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান।
তিনি জানান, আজ (সোমবার) মামলার ধার্য তারিখে আদালতের কাছে দোষ স্বীকার করবেন বলে সময় চাইলে আদালত আগামীকাল মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত হামদর্দ কর্তৃপক্ষকে সময় দেন।

মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ও ব্যবস্থাপনা পরিচালক হাকিম সাইফুদ্দিনকে আসামি করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে এই আদালত অবস্থিত।

মো. কামরুল হাসান জানান, হামদর্দ ল্যাবরোটরিজ বাংলাদেশ উৎপাদিত পানীয় রুহ আফজায় আপেল, তরমুজ, আঙ্গুর, কমলাসহ বিভিন্নরকম ফল ও গোলাপের নির্যাস দিয়ে তৈরি করা হয় বলে প্রচার ও বাজারজাত করছে। অথচ এর মধ্যে এসবের কিছুই নেই। তাছাড়া রুহ আফজা জ্বর, বমি, বদহজম, মাংসপেশির খিচুনি, ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে বলে প্রচার করা হয়। এছাড়া পণ্যের উৎপাদন তারিখ মোচনীয় কালি দিয়ে লেখা হয়েছে। উৎপাদনের তারিখও সঠিকভাবে লেখা হয়নি, যা আইনের লঙ্ঘন।

তিনি জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুসন্ধানে দেখা গেছে, রুহ আফজায় কোনও ধরনের স্বাস্থ্যকর বা ঔষধি উপাদান নেই, বরং অতিরঞ্জিত, বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বাংলাদেশে বিজ্ঞাপনের মাধ্যমে অসংখ্য ভোক্তার দৃষ্টি আকর্ষণের অপকৌশল মাত্র। তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকা, টিভি ও ইউটিউবে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রকাশ করে প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এমনকি বিভিন্ন মূল্যবান ঔষধি গাছের নির্যাস আছে বলে বিজ্ঞাপনে উল্লেখ্য করা হয়। এজন্য তাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইনে ৫টি ধারা লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে।

কামরুল আহসান জানান, গত ১৬ মে ভেজালবিরোধী অভিযানের সময় সন্দেহবশত ‘রুহ আফজা স্বাস্থ্যকর ফলের শরবত’ সংগ্রহ করা হয়। এর দাম ৮৮০ টাকা। পরে এ পণ্য সম্পর্কে খোঁজ নিয়ে দেখা গেছে, আসল পণ্যের সঙ্গে এসব বিজ্ঞাপনের কোনও মিল নেই। এটি একধরনের ধোঁকাবাজি। ‘৩৫ ফলের রস দিয়ে তৈরি’, ‘বিশ্বের শ্রেষ্ঠ হালাল পানীয়’সহ নানা ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার ও ওয়েব সাইটে মিথ্যা তথ্য প্রকাশের দায়ে এ মামলা করা হয়।

তিনি জানান, সোমবার ছিল মামলার ধার্য তারিখ। এদিন আদালতে হাজির হয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যার হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আদালতকে জানিয়েছেন, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তিনি তার সব পণ্যের এমন বিজ্ঞাপন সরিয়ে নেবেন। একইসঙ্গে তিনি আগামীকাল পর্যন্ত সময় চান। পরে আদালত তাকে সময় দেন। 

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র