X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘আমি বাংলাদেশেই থাকবো, আব্দুলের সঙ্গে থাকবো’ (ভিডিও)

তাসকিনা ইয়াসমিন
২৩ জুন ২০১৮, ০৭:৪৬আপডেট : ২৩ জুন ২০১৮, ১৬:৩০

 

ভারতীয় নারী রোকসানা আকতার বাংলাদেশেই থাকতে চান কমলাপুর রেলওয়ে থানার টয়লেটে সন্তান প্রসব করা ভারতীয় নারী রোকসানা আকতার (২৫)। তিনি বলেন, ‘আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছি, এখানে থাকার জন্য। এখানেই থাকবো। আব্দুলের সঙ্গে থাকবো। আমি আজিমপুর গেলে আমার ননদের বাসা চিনতে পারবো। আজিমপুরে গেলেই আব্দুলকে খুঁজে পাবো।’

রোকসানা এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন। তার নবজাতক ছেলে আইসিইউতে আছে। তার দাবি বাংলাদেশের চাঁদপুর জেলার আব্দুল তার স্বামী।
তিনি জানান, তাকে আজিমপুরে নিয়ে গেলে তিনি স্বামী আব্দুলকে খুঁজে পাবেন। তবে, আব্দুলের কোনও ছবি নেই রোকসানার কাছে। তার কোনও মোবাইল নম্বরও নেই। আব্দুলের বোনের নাম নীলু। তিনি আজিমপুর গোরস্থানের কাছে তিন সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন।
কমলাপুর রেলওয়ে থানার টয়লেটে ১৮ জুন রাত ১২টার দিকে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ওই দিনই মা ও নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারকারী রেলওয়ে পুলিশের কনস্টেবল ফজলু মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তবে এর আগে একটি হাসপাতালে রোকসানাকে রেখে আব্দুল চলে যান বলে তার দাবি। তারপর তিনি কমলাপুরে আসেন। রোকসানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আব্দুল আমাকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা বলে যে শিশুটি গর্ভেই মারা গেছে। একথা শুনে আব্দুল রাগ করে চলে যায়।’ তবে, ওই হাসপাতালের নাম জানাতে পারেননি রোকসানা।
শুক্রবার (২২ জুন) দুপুরে রোকসানার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। রোকসানা শুধু হিন্দি বলতে পারেন। তাই হিন্দি ভাষা জানা সাকিব উদ্দিন শুভ’র সহযোগিতা নিয়ে তার সঙ্গে কথা বলে জানা যায়— রোকসানার বাড়ি ভারতের ব্যাঙ্গালোরে। তার বাবার নাম রসুল, মায়ের নাম খায়রুন নেসা। তারা তিন ভাই-বোন। তার বোন আসমা বিবাহিত। সে মাইসুরে থাকে। ভাই মোবারকও বিবাহিত। সেও মাইসুরে তার পরিবার নিয়ে থাকে।
রোকসানার দাবি দেড় বছর আগে আব্দুলের সঙ্গে তার বিয়ে হয়। আব্দুল ভারতের বেঙ্গালুরুতে ফার্নিচারের কাজ করতেন। তার বাবার নাম হুসেন শরীফ। আব্দুলের তিন ভাই ও দুই বোন আছে। তাদের বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলায়।

রোকসানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ননদ নীলু আমাদের বাড়িতে গিয়ে আমার বাবা-মায়ের কাছে বিয়ের কথা বলে। তখন আমাদের গাঁয়ের মসজিদের ইমাম বিয়ে পড়ান। আমার ম্যারেজ সার্টিফিকেট এখনও ভারতেই আছে। আব্দুল আমাদের ওখানে ফার্নিচারের কাজ করতে গিয়েছিল। সেখানে তার সঙ্গে পরিচয় হয়। আব্দুলকে আমার মা-বাবা পছন্দ করে। সে খুবই ভালো মানুষ।’

রোকসানা মিরারজি স্কুলে নবম শ্রেণি পর্যন্ত পড়েছে বলে জানায়। গুগলে সার্চ দিয়ে তার মিরারজি দেসাই স্কুলের ছবি দেখালে তিনি বলেন— এটা আমার স্কুল। আগ্রার তাজমহল দেখেও চিনতে পারেন এবং বলেন এটা তাজমহল। এটা মাইসুরে অবস্থিত। তবে ভারতের দিল্লী গেট দেখালে তিনি এটা চেনেন না বলে জানান।
রোকসানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিরণ স্যার স্কুলের হিন্দু শিক্ষক ছিলেন। তিনি সোশ্যাল সাইন্স পড়াতেন। আর কোনও শিক্ষকের নাম মনে নেই।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিউটিরত নার্সরা জানান, রোকসানা শুধু তার আব্দুলকে চাইছে। নিজের বাবা-মায়ের কাছে ফিরে যেতে চাইছে না।
পাহারায় থাকা কমলাপুর থানা পুলিশের কনস্টেবল মৌসুমী আকতার রাখী, হালিমা আকতার ও ইয়াছিন জানান, রোকসানা পুলিশ পাহারায় চিকিৎসাধানী রয়েছে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ