X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ডাকসুতে প্রার্থিতার জন্য বয়সসীমা শিথিল হতে পারে

সিরাজুল ইসলাম রুবেল, ঢাবি
২৮ জানুয়ারি ২০১৯, ২০:০৪আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২০:১০

ডাকসু (ছবি: সাজ্জাদ হোসেন)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থিতার জন্য গঠনতন্ত্রের নিয়ম শিথিল করার কথা ভাবছে কর্তৃপক্ষ। যারা স্নাতক পাস করে ২৮ অথবা ২৯ বছর বয়সের মধ্যে স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন তাদের ডাকসুতে প্রার্থী হতে যাতে কোনও বাধা না থাকে সেজন্য বয়সসীমা নির্দিষ্ট করে দেওয়ার সম্ভাবনা আছে। একইসঙ্গে যারা বিভিন্ন হলের সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এ নিয়ম শিথিল করার কথা ভাবছে প্রশাসন। বিষয়টি আগামীকাল মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভাতে চূড়ান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী  বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বয়সসীমা শিথিলের একটা সম্ভাবনা আছে। আসলে ছাত্র সংগঠনগুলোর দেওয়া প্রস্তাবনাগুলোর বিষয়ে কর্তৃপক্ষ ভাবছে। বয়সসীমা শিথিল করার কোনও সুযোগ আছে কিনা তা কর্তৃপক্ষ দেখছে। এক্ষেত্রে বয়সসীমা ২৯ বা ৩০ বছর হতে পারে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নিয়মিত ছাত্র তারা ডাকসুর সাধারণ সদস্য ও ভোটার হিসেবে বিবেচিত হবেন। এদের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে যেসব শিক্ষার্থী নিয়মিত নন তাদের ‘ছাত্রত্ব’ কতদিন থাকবে সে বিষয়টিও সুনির্দিষ্ট করা আছে বিশ্ববিদ্যালয়ের আইনে।

বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পদ্ধতির নিয়ম অনুযায়ী, একজন নিয়মিত শিক্ষার্থী তার স্নাতক (সম্মান) ডিগ্রি সমাপনের জন্য চার বছর সময় পাবেন।  তবে অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে এই সময় নির্ধারিত সর্বোচ্চ ছয় বছর ।  আর স্নাতক পাসের পর স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার জন্য একজন শিক্ষার্থী সময় পাবেন সর্বোচ্চ দুই বছর। নির্ধারিত এই সময়ের মধ্যে কোনওশিক্ষার্থী স্নাতক বা স্নাতকোত্তর পর্যায় শেষ করতে না পারলে তার ছাত্রত্ব থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার উপাচার্যের।

ডাকসু’র গঠনতন্ত্রেও একজন শিক্ষার্থীকে সাধারণ সদস্য বিবেচনা করার ক্ষেত্রে এই নিয়মই অনুসরণ করা হয়েছে। ডাকসুর গঠনতন্ত্রের ৪ ধারার ১ ও ২ উপধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক সব নিয়মিত শিক্ষার্থীই ডাকসুর সাধারণ সদস্য। তবে তাদের বিশ্ববিদ্যালয়ের সব আর্থিক প্রাপ্য পরিশোধ করতে হবে। অনিয়মিত শিক্ষার্থীরাও ডাকসুর সদস্য হতে পারেন, তবে তাদের ডাকসু নির্ধারিত নিবন্ধন ফি দিতে হবে।

এছাড়াও, ১৯৯১ সালের ১৭ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসু’র গঠনতন্ত্রে একটি সংশোধনী আনা হয়। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় স্নাতক, স্নাতকোত্তর বা প্রিলিমিনারি ইন্ডাস্ট্রিয়াল আর্টসের ডিগ্রি পাস কোর্স, বিএফএ, বিবিএ, ডিপ্লোমা, পরিসংখ্যান ও গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীরা  ডাকসু’র ভোটার হতে পারবেন। কিন্তু এদের মধ্যে যারা কোনও কোর্সে শিক্ষাবিরতি দিয়ে পুনঃভর্তি হয়েছেন বা ফি দেওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে তারা সে সুযোগ পাবেন না।

এ কারণে স্নাতকোত্তর শেষ করার পরে কোনও শিক্ষার্থী অন্য কোনও বিষয়ে আবারও মাস্টার্স কিংবা এমফিল বা পিএইচডি ডিগ্রিতে ভর্তি হলেও তাকে ডাকসুর ভোটার বিবেচনা করা হয়নি। একইসঙ্গে অন্য কোনও বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল বা পিএইচডি বা সমমানের অন্য কোনও কোর্সে ভর্তি হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন না করায় তাদেরও ডাকসুর ভোটার হিসেবে বিবেচনায় নেওয়া হয়নি। 

তবে গত ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয় সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন এবং আচরণবিধির বিষয়ে অনুষ্ঠিত পরিবেশ পরিষদে’র এক আলোচনা সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রার্থিতার বিষয়ে বয়সসীমা নিদির্ষ্ট করার প্রস্তাব করা হয়। এতে বলা হয়, যেহেতু দীর্ঘ সময় ধরে ডাকসু নির্বাচন বন্ধ রয়েছে তাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সঙ্গে যারা জড়িত এবং যাদের এখনও ছাত্রত্ব আছে ও বয়সসীমা ২৯ বা ৩০ এর মধ্যে তাদের যেন প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়।

ডাকসুর গঠণতন্ত্র সংশোধন কমিটি সে প্রস্তাবনা পাওয়ার পর গঠনতন্ত্রের নিয়ম শিথিল করে এখন ২৯ বা ৩০ বছর পর্যন্ত ছাত্রত্ব থাকলে নির্বাচনে প্রার্থিতার সুযোগ দেওয়ার কথা ভাবছে। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
গাছ লাগানো ও কাটার ক্ষেত্রে নীতিমালা করতে হাইকোর্টের রুল জারি
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
ডিএনসিসির একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: মেয়র আতিক
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
মেনোত্তির মৃত্যুতে পাশে না থাকার আফসোস ক্রুসিয়ানির
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?