X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

মুগদা হাসপাতালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৯, ১৪:৪৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৪:৫১

ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত



রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সংবাদ সংগ্রহ করার সময় স্টাফদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বেসরকারি টিভি চ্যানেল আরটিভির সাংবাদিক সোহেল রানা ও ক্যামেরাম্যান নাজমুল হোসেন সায়মন। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে হাসপাতালের গেটে দুই সাংবাদিকের ওপর হাসপাতালের স্টাফরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে।

এ ব্যাপারে সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতাল নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পর্যবেক্ষণের ফলোআপ দিতে এসেছিলাম। আমরা মুগদা হাসপাতালে প্রবেশের জন্য অনুমিত চাই। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি। এরপর বাইরে আমরা রোগীদের সাক্ষাৎকার নিতেছিলাম। এসময় হাসপাতালের স্টাফরা এসে অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে বিষয়টি আমরা থানা পুলিশকে জানাই। তারা এসে আমাদের উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় আমি মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। হাসপাতালের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা থানায় এসেছিলেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।’

জানা যায়, মুগদা হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, রোগীদের হয়রানি ও যথাযথ সেবা না পাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন সোহেল রানা।

এ প্রসঙ্গে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, ‘আমরা সোহেল রানার জিডি নিয়েছি। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আমরা হাসাপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’

 

 

/এআরআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৫)
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি বাতিল করলো দিল্লির জেএনইউ
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, হাসনাত বললেন ‘প্রত‍্যাশিত নয়’
সর্বাধিক পঠিত
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
আরও ১৬ ভারতীয়কে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ