X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভিনাইল বোর্ডের কারণে আগুন বেশি ছড়িয়েছে: ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৯, ২২:৫০আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০১:০৩

প্রেস ব্রিফিং করছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

রাজধানীর বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে ভিনাইল বোর্ডের ডেকোরেশন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন। তিনি আরও বলেন, ‘এখন ভেতরে আর আগুন নেই’। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ৯টা ২০ মিনিটে ঘটনাস্থলে প্রেস বিফ্রিং করে একথা জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেন, ‘টাওয়ারের ভেতরে ভিনাইল বোর্ডের ডেকোরেশন ছিল। এর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও এর তীব্রতা বৃদ্ধি পায়। ভিনাইল বোর্ডসহ প্লাস্টিকের যেসব আইটেম আছে, সেগুলো ওয়ান কাইন্ড অব ফুয়েল। এগুলোতে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে যায় এবং তাই হয়েছে।’

তিনি বলেন, ‘ভিনাইল বোর্ড ও প্লাস্টিকের আইটেম ছাড়াও ভেতরে অনেক ইলেক্ট্রনিকস যন্ত্রপাতি ছিল, বিশেষ করে কম্পিউটার, এসি ও আরও নানা কিছু। ফ্লোরে কার্পেট থাকার কারণেও আগুনের মাত্রা দ্রুত বাড়ে।’

সাজ্জাদ হোসেন বলেন, ‘আমাদের প্রথম গাড়ি দুপুর ১টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। আগুন ৮, ৯ ও ১০ নম্বর ফ্লোরে ছড়িয়েছে। তদন্তের আগেই আগুন লাগার কারণ নিয়ে কিছু বলতে চাইছি না। আমাদের সার্চিং অপারেশন চলছে। ভেতরে আমাদের ১০-১২ টিম ডিটেইলস সার্চ করছে। আগামীকাল ১০টা পর্যন্ত তা চলবে। এরপর আমরা পুলিশের কাছে ভবনটি হস্তান্তর করবো।’

তিনি বলেন, ‘প্রথম যাদের মৃত্যু হওয়ার তথ্য পাওয়া গেছে, তারা আগুনে পুড়ে মারা যায়নি; ভয়ে যারা লাফিয়ে পড়েছে তারা গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে গেলে সেখানে মারা যান। আর পরে যাদের মরদেহ ভবনের ভেতর থেকে বের করা হয়, তারা সাফোকেশনে মারা গেছে।’

ভবনটির নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সামান্য কিছু যন্ত্রপাতি ছিল, যেগুলো ব্যবহার উপযোগী ছিল না।’

 

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ