X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঈদযাত্রা: ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৯, ২১:৩১আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৩১

ঈদুল ফিতরের সময় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। গত ঈদুল ফিতরের মতো এবারও রাজধানী ঢাকার ৫টি স্থান থেকে অগ্রিম টিকিট দেওয়া হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।

তবে কাউন্টার  থেকে টিকিট বিক্রি শুরুর কয়েক ঘণ্টা আগে রেলওয়ের অ্যাপে টিকিট দেওয়া হবে। কেউ অ্যাপে টিকিট সংগ্রহ করতে না পারলে কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।

মঙ্গলবার (১৬ জুলাই) রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মিহির কান্তি গুহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী ১২ অগাস্ট ঈদ ধরে ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবছর আমরা কমলাপুরের পাশাপাশি ফুলবাড়িয়া, তেজগাঁও, বনানী ও বিমানবন্দর স্টেশন থেকে আগাম টিকেট বিক্রি করবো।

তিনি আরও বলেন, ‘ঢাকা থেকে সবিভিন্ন গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে ২৯ জুলাই বিক্রি করা হবে ৭ আগস্টের অগ্রিম টিকেট, ৮ আগস্টের টিকিট বিক্রি হবে ৩০ জুলাই। ৩১ জুলাই ৯ আগস্টের টিকেট বিক্রি হবে। এছাড়া ১০ ও ১১ আগস্টের টিকিট বিক্রি হকে যথাক্রমে ১ ও ৩ আগস্টে।

ফিরতি টিকিটের ব্যাপারে তিনি জানান, ঈদের ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ৫ আগস্ট থেকে। এদিন বিক্রি হবে ১৪ আগস্টের টিকিট। একইভাবে ৬ আগস্টের টিকিট ১৫ আগস্ট, ৭ আগস্টের টিকিট ১৬ আগস্ট, ৮ আগস্টের টিকিট ১৭ আগস্ট এবং ৯ আগস্টের টিকিট ১৮ অগাস্ট বিক্রি করা হবে।

যমুনা সেতু হয়ে পশ্চিমাঞ্চলগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে কমলাপুর স্টেশন থেকে।

চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি হবে বিমানবন্দর স্টেশন থেকে।

তেজগাঁও স্টেশন থেকে বিক্রি হবে ময়মনসিংহ হয়ে জামালপুর, দেওয়ানগঞ্জ ও তারাকান্দিগামী ট্রেনের টিকেট।

নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি হবে বনানী স্টেশন থেকে।

কিশোরগঞ্জ ও সিলেটগামী আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যাবে ফুলবাড়িয়ায় পুরাতন রেলওয়ে স্টেশনে। 

গত ঈদের মতো এবারও ৮ জোড়া বিশেষ ট্রেন থাকবে।

 

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি