X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চিরুনি অভিযানের উদ্বোধনে হুইল চেয়ারে মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৯, ০২:২৭আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১১:৪৮




হুইল চেয়ারে আতিকুল ইসলাম এডিস মশা নিধনে চিরুনি অভিযান কর্মসূচির উদ্বোধন করতে হুইল চেয়ারে চড়ে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে ডিএনসিসির গুলশান-২ এর শহীদ ডা. ফজলে রাব্বী পার্কে ‘ওয়ার্ডভিত্তিক এডিস মশার প্রজননস্থল ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে হুইল চেয়ারে চড়ে মেয়রকে আসতে দেখে সবাই ছুটে যান। এ সময় মেয়র সাংবাদিকদের জানান, সোমবার (১৯ আগস্ট) মহাখালীতে পারটেক্স গ্রুপের একটি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা ধ্বংস করতে গিয়ে হোঁচট খেলে তার পা মচকে যায়। এজন্য তাকে হুইল চেয়ারে আসতে হয়েছে।

মেয়র বলেন, ‘আমি যেখানে গিয়েছিলাম, জায়গাটি অপরিষ্কার ছিল এবং লার্ভা পাওয়া গিয়েছিল। একটি জায়গায় দেখি সুন্দর করে খড় ও ঘাস বিছানো। এর নিচে যে গর্ত ছিল সেটি বুঝতে পারিনি। তাই সেখানে পড়ে পা মচকে গেছে।’ তিনি বলেন, ‘আমরা কেন আমাদের বসবাসের জায়গাটি পরিষ্কার করবো না? মহাখালীর পারটেক্স কার্যালয়ের সামনের জায়গাটি খুব সুন্দর। তবে ভেতরে অসুন্দর। সেখানে লার্ভা পেয়ে জরিমানা করেছি।’

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা একটি ওয়ার্ডকে ১০টি ভাগ ও ১০টি সাব-ব্লকে ভাগ করেছি। প্রতিদিন আড়াই ঘণ্টা অভিযান চালানো হবে। এডিস মশা থেকে বাঁচতে হলে জনগণকে নিয়ে কাজ করতে হবে। প্রাথমিকভাবে ডিএনসিসি’র ১৯ নম্বর ওয়ার্ডকে বেছে নেওয়া হয়েছে। আমার অনুরোধ অভিযান চালিয়ে যাওয়ার পর আপনারা ঘরে বসে থাকবেন না। কাজ করবেন। ৫৪ জন কাউন্সিলরকে অনুরোধ করবো, আপনারাও মাঠে নেমে পড়ুন।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘দুই বাড়ির মাঝখানের অংশ নোম্যানস ল্যান্ড। এটা পরিষ্কারের দায়িত্ব সিটি করপোরেশনের না। ভবনের দশম, নবম, অষ্টম তলা, ছাদের ওপর, বেলকনি,বারান্দা কিংবা গ্যারেজে এডিস মশার জন্ম নিচ্ছে। সেখানে গিয়ে পরিষ্কার করা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব না।’

এ সময় মেয়রের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবিন্দ্র শ্রী বড়ুয়া উপস্থিত ছিলেন।




 

/এসএস/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল