X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৫০ টাকার চুক্তিতে যাত্রী তুলে প্রাণ গেলো মিলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৫

ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির সংবাদ সম্মেলন মাত্র ৫০ টাকার ভাড়ার চুক্তিতে নুরুজ্জামান অপুকে অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং চালক মো. মিলন তার মোটরসাইকেলে তুলেছিলেন। কথা ছিল গুলিস্তানে পৌঁছে দেওয়ার। কিন্তু গন্তব্যে যাওয়ার আগেই অপু গলা কেটে খুন করে মিলনকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার হওয়া নুরুজ্জামান অপুর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।

ঘটনার এক সপ্তাহ পর রবিবার (১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিবির মতিঝিল জোনাল টিমের একটি দল অপুকে গ্রেফতারের পর তার কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘২৬ আগস্ট রাতে মালিবাগ চৌধুরীপাড়া এক যাত্রীকে নামিয়ে দিয়ে পাঠাও চালক মিলন আবুল হোটেলের সামনে ছিলেন। সেখানে বসে থাকা অপু গুলিস্তান যাবে বলে মিলনকে কন্ট্রাক্ট করে। ৫০ টাকায় গুলিস্তান দিয়ে আসবে বলে তাদের মধ্যে চুক্তি হয়। এরপর ওই ব্যক্তি মোটরসাইকেলে উঠে বসে। মোটরসাইকেলটি মালিবাগ ফ্লাইওভারে ওঠার কিছুক্ষণ পর যাত্রীবেশী অপু চালককে থামাতে বলে। মোটরসাইকেল থামানোর পর সে মোটরসাইকেল থেকে নেমে যায়। অপু তখন মিলনের মোটরসাইকেলটি চালাতে চায়। এতে মিলন রাজি হননি। এরপর দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মিলনের গলায় কাটার দিয়ে টান দেয় অপু। মিলন জীবন বাঁচাতে গলা চেপে ধরে মোটরসাইকেল রেখে দৌড় দেন। এসময় অপু মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’

উদ্ধার করা মোটরসাইকেল

ঘটনার পর শাহজাহানপুর থানায় মামলা করেন মিলনের স্ত্রী শিল্পী বেগম। মামলায় অজ্ঞাত আসামি ছিল। ঘটনার পর ডিবি পুলিশ তদন্ত করে। একসপ্তাহ পর যাত্রীবেশী অপুকে গ্রেফতার করেছে ডিবির মতিঝিল জোনাল টিম।

আব্দুল বাতেন বলেন, ‘এই ঘটনায় অপু একাই জড়িত। আমরা তাকে আদালতে পাঠাবো।’ অপু ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত। তবে থানায় তার বিরুদ্ধে কোনও মামলা এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি। অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং ব্যবসা যেসব প্রতিষ্ঠান করে তাদের আরও নিরাপত্তা নিশ্চিত করা উচিত বলেও তিনি মনে করেন।

তিনি  বলেন, ‘চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং করা উচিত না। এজন্য চালক ও যাত্রী উভয়ের ঝুঁকি রয়েছে।’

গত ২৬ আগস্ট মালিবাগ ফ্লাইওভারে মিলনকে গলা কেটে খুন করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অপু। ডিবির মতিঝিল জোনাল টিমের একটি দল অপুকে গ্রেফতারের পর তার কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে। প্রাথমিকভাবে অপু হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি।

আরও পড়ুন:

মালিবাগ ফ্লাইওভারে মোটরসাইকেল চালক হত্যা মামলায় গ্রেফতার ১

মোটরসাইকেলে যাত্রীবেশী দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন 

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না